Thank you for your Cooperation

Thursday, October 3, 2013

আপনার কম্পিউটারের মাউচ পয়েন্টার পরিবর্তন করুন সফটওয়্যার ছাড়াই...

আসসালামু‘আলায়কুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে সাধারণ একটি টিউন নিয়ে হাজির হয়েছি। 

সাধারণত আমাদের কম্পিউটারের মাউচ পয়েন্টার টা প্রায় সময় একই ধরণের থাকে । এবার আপনি আপনার কম্পিউটারের মাউচ পয়েন্টার টা একটু অন্যদের চেয়ে আলাদা করে ফেলুন। চলুন কাজটা যে ভাবে করতে হবে তা জেনে নি!

প্রথমে আপনি Run এ যান বা Window + R একসাথে চাপুন।

তারপর নিচের চিত্রের মত খালি বক্সে control লিখে এন্টার চাপুন।

 এবার Control Panel পর্দাটি আপনার সামনে প্রদর্শিত হলে সেখান থেকে নিচের চিত্রের মত Mouse লিখাতে ডাবল ক্লিক করুন।

 

 তারপর নিচের চিত্রের মত আরেকটি পর্দা প্রদর্শিত হবে। চিত্রটি লক্ষ করুন।

 1.   চিত্রটি আসার পর সেখান থেকে Pointers এ ক্লিক করুন। যা চিত্রে 1. নম্বর দিয়ে চিহূত করা আছে।

2.   এবার Scheme এ ‘তীর’ চিহৃতটিতে ক্লিক করুন। যা চিত্রে 2 নম্বর দ্বারা চিহূত করা আছে।

3.   সেখান থেকে আপনার পছন্দের স্টাইলটা সিলেক্ট করুন। যা চিত্রে 3 নম্বর দ্বারা চিহূত করা আছে।

4.   1 থেকে 3 নম্বর কাজ শেষ করার পর OK ক্লিক করুন। যা চিত্রে 4 নম্বর দ্বারা চিহূত করা আছে।

এখন একটি রিপ্রেস করুন। তারপর দেখুন আপনার মাউচের পয়েন্টারটা আপনার নিজের পছন্দের মত হয়ে গেছে।

আজ এ পর্যন্ত দেখা হবে আগামী পোষ্ট এ

আমি আছি প্রযুক্তির সন্ধানে আপনিও আসুন   

 Visit my new Blog www.amartunes.com

 

No comments: