নীতিমালা


সম্মানীত লেখক এবং পাঠক বৃন্দ,আসসালামু‘আলায়কুম। আপনি mnsoftbd ব্লগে টিউন/পোষ্ট লেখতে যাচ্ছেন। টিউন লেখার পূর্বে আমাদের নীতিমালা সমূহ ভাল ভাবে পড়ে নিন। mnsoftbdব্লগের নীতিমালা অনুসারে আপনাকে ব্লগে টিউন লেখা বা কমেন্ট করতে হবে। অন্যথায়নীতিমালা অনুযায়ী mnsoftbd প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে  
১. এটি একটি প্রযুক্তি বিষয়ক ব্লগ ব্লগে টিউন/পোষ্ট প্রকাশ করতে হলে টিউনটি  প্রযুক্তি সম্পর্কিত হতে হবে
. টিউন অবশ্যই বাংলায় লিখতে হবে।কারণ এই ব্লগে বাংলা  ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে   তবে খুব প্রয়োজনীয় শব্দগুলো অন্য ভাষায় লেখা যাবে এবং টিউনের ভাষা সবার কাছে বোধগম্য হতে হবে।
৩. প্রতিটি পোষ্ট কমপক্ষে ১০০ শব্দের হতে হবে।
৪. ব্লগের সকল লেখক এবং পাঠক একে অন্যকে সম্মানের সহিত জবাব/মন্তব্য করতে হবে
. অন্য কোন ব্লগের পোষ্ট কপি করে প্রকাশ করা যাবে না। তবে কপি করা পোষ্ট  প্রকাশ করতে হলে অবশ্যই পূর্বে প্রকাশিত ব্লগের লিংক ও লেখকের নাম  দিয়ে প্রকাশ করতে হবে।
. কোন প্রকার বিজ্ঞাপন অথবা এফিলিয়েট জাতীয় Ads এবং পর্ণো কন্টেন্ট বা পর্ণো সাইটের লিংক শেয়ার করা যাবে না।
. আংশিক পোষ্ট লিখে  পোষ্টের মধ্যে নিজের সাইটের লিংক, মোবাইল নং, ইমেইল এড্রেস ইত্যাদি শেয়ার করা যাবে না।
. কোন পোষ্টের মধ্যে শর্টলিংক দেওয়া যাবে না।
. কোন পোষ্টে অপ্রাসঙ্গিক, উষ্কানিমূলক, মিথ্যা, অশ্লীল, অন্যের ক্ষতি করে  বা সামাজিক প্রেক্ষাপটে খারাপ এমন কোন শব্দ ব্যবহার করা যাবে না।
১০. ইউজার নেম তৈরী করার ক্ষেত্রে কাউকে ব্যঙ্গাত্মক কোন কিছু ব্যবহার করা যাবে না এবং অশ্লীল ইউজার নেম দেওয়া যাবে না।
১১. অন্য কোন ব্লগ, ওয়েব সাইট, ফোরাম,  বিভিন্ন সামাজিক সাইট এমন কি প্রতিষ্ঠান বা ধর্ম সম্বন্ধে  হেয় করে কোন পোষ্ট বা কমেন্ট করা যাবে না।
১২. প্রযুক্তি বিষয়ক কোন সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে অবশ্যই নির্ভরয্যেগ্য প্রমাণ সহ প্রকাশ করতে হবে।
১৩. কপিরাইট আইন ভঙ্গ হয় এমন কিছু প্রকাশ করা যাবে না।
১৪.  পি,টি,সি জাতীয় কোন প্রকার পোষ্ট করা যাবে না
১৫. টিউন মানসম্মত না হলে বা প্রকাশিত টিউন ব্লগে থেকে বাদ দেওয়ার অধিকার ‘mnsoftbd’ কর্তৃপক্ষের রয়েছে।
১৬. ব্লগে প্রকাশিত কোন লেখা, ছবি এবং মন্তব্য সমূহ ইত্যাদি দায়দায়িত্ব ‘mnsoftbd’ কর্তৃপক্ষ বহন করবে না। 

এই নীতিমালা ব্লগের লেখক এবং পাঠকদের জন্য প্রযোজ্য

 ব্লগ জগতে একধাপ এগিয়ে

ব্লগিং করে আয় করুন এক্ষুনি


No comments: