স্কাউটস পেইজে আপনাকে স্বাগতম
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলে। (ইংরেজি: Robert Stephenson Smyth Load Baden-Powell; ফেব্রুয়ারি ২২ , ১৮৫৭ - ৮ জানুয়ারি, ১৯৪১) স্কাউটদের মাঝে তিনি বি.পি. এবং গিলওয়েলের ব্যাডেন পাওয়েল নামেও সমাধিক পরিচিত।
এ ব্লগে স্কাউটস সম্পর্কিত যে সকল পোষ্ট করা হয়েছে তা নিম্মরূপ:
[ রোভার স্কাউট বন্ধুরা সবাইকে সালাম ও শুভেচ্ছা। যারা রোভার স্কাউটিং করে তাদের কাছে স্কাউটিং সম্পর্কিত বইপত্রগুলো অতিপ্রয়োজন। যার প্রয়োজনীয়তা উপলব্ধি করে Abu Sayed Md. Akramuzzaman স্যার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Rover Library নামে একটি গ্রুপ তৈরী করে সে গ্রুপে সকল স্কাউটদের জন্য বইগুলো ঘরে বসে যেন পড়তে পারে সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। স্কাউটস লাইব্রেরি গ্রুপ থেকে পোষ্ট গুলো ডাউনলোড লিংক নিয়ে সাজানো হয়েছে স্কাউটস পেইজ। ]
No comments:
Post a Comment