Tuesday, February 26, 2019

আমরা যারা স্কাউট। স্কাউট আইন, প্রতিজ্ঞা ও মটো এবং সংরক্ষিত কিছু গান।

আইন, প্রতিজ্ঞা ও মটো

কাব স্কাউট প্রতিজ্ঞা - শুধুমাত্র কাবদের জন্যঃ
আমি প্রতিজ্ঞা করছি যে, 
*আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে 
*প্রতিদিন কারো না কারো উপকার করতে 
* কাব স্কাউট আইন মেনে চলতে 
আমি আমার যথাসাধ্য চেষ্টা করব

কাব স্কাউট আইনঃ
১। বড়দের কথা মেনে চলা।
২। নিজেদের খেয়ালে কিছু না করা।

স্কাউট প্রতিজ্ঞাঃ
আমি আমার আত্মমর্যাদার উপ নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে, 
*আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে 
*সর্বদা অপরকে সাহায্য করতে 
*স্কাউট আইন মেনে চলতে 
আমি আমার যথাসাধ্য চেষ্টা করব

স্কাউট (স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডার) আইনঃ 
১.  স্কাউট আত্মমর্যাদায় বিশ্বসী
২. স্কাউট সকলের বন্ধু
৩. স্কাউট বিনয়ী ও অনুগত
৪. স্কাউট জীবের প্রতি সদয়
৫. স্কাউট সদা প্রফুল্ল
৬. স্কাউট মিতব্যয়ী
৭. স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল
স্কাউট (স্কাউট, রোভার স্কাউট ও এডাল্ট লিডার) মটোঃ
কাব স্কাউট মটোঃ যথাসাধ্য চেষ্টা করা
স্কাউট মটোঃ সদা প্রস্তুত
রোভার স্কাউট মটোঃ সেবা 
এক কথায়ঃ সেবার জন্য সদা প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা"

আমরা যারা স্কাউট 










শুভ স্কাউটিং

No comments: