Thank you for your Cooperation

Wednesday, September 25, 2013

এবার আপনার ফোল্ডার খুজে পাবে না কেও, সফটওয়্যার ছাড়া


আমরা কম্পিউটারে নিজের ব্যক্তিগত অনেক ফোল্ডার রাখি।সে ফোল্ডার গুলো অন্য জনে যেন খুজে না পাই তার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে ফোল্ডারটি লুখিয়ে রাখি। আজ আপনাদের এ কাজটি সফটওয়্যার এবং জামেলা ছাড়া কি ভাবে করবেন ‍তা নিয়ে আমার পোষ্টটি।
কাজটি করার  জন্য আপনাকে প্রথমে স্টার্ট মেনু যেথে হবে সেখান থেকে run ক্লিক করুন বা Window + R একসাথে চাপুন,  



তারপর লিখুন cmd এবং এন্টার চাপুন, এবার
একটি window আসবে


   
সেখানে লিখুন attrib তারপর একটি space দিয়ে লিখুন +s তারপর আর একটি space দিয়ে লিখুন +h তারপর আরেকটি space দিয়ে লিখুন drive এর প্রথম অক্ষর যে drive এর file বা folder hide করতে চান,সে ড্রাইভের প্রথম অক্ষর। তারপর ইস্টু (:) দিয়ে যে file বা folder hide করতে চান তা লিখে enter চাপুন। এবার ড্রাইভ এ গিয়ে ফোল্ডারটি বা ফাইলটি hide হয়ে যাব্‌।

যেমন:
E ড্রাইভের Md.Munna MN নামে ফোল্ডারটি হাইড করব। তাহলে attrib +s +h e:md.munna mn লিখে এন্টার চাপুন।

এবার ফোল্ডারটি ফিরে পেতে হলে ঠিক আগের মত লিখুন শুধুমাত্র +‍s ও +h এর পরির্বতে –s –h হবে।
attrib -s -h e:md.munna mn । এবার ড্রাইভে গিয়ে দেখুন ফোল্ডারটি ফিরে এসেছে।

সবার সু-স্বাস্থ্য কামনা করে আজকের মত শেষ করলা।

No comments: