Monday, September 23, 2013

আপনার নিজের মোবাইল নম্বর ভূলেগেছেন, তাহলে সহজ উপায়ে বের করুন (সকল অপারেটর)

সবাইকে সা‍লাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমরা সবাই মোবাইল ব্যবহার করি। কিন্তু এখনো অনেক মানুষ আছে যারা নতুন মোবাইল ব্যবহারকারী তারা নিজেদের মোবাইল নম্বর মনে রাখতে পারে না বা ভুলে যায়। এবং মোবাইল নম্বর কত তা জানার জন্য কত‘না কষ্ট করতে হয়। এ সমস্যতে আমিও ভোগ ছিলাম সামাধান পাওয়ার পর সকল অপারেটর কোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । 

 

এ প্রক্রিয়ার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার নিজস্ব অপেরেটর নম্বর বা নিজের মোবাইল নম্বর।  এতে কোন সার্চ কাটবে না। নিচে আপনাদের জন্য অপেরেটর কোডগুলো দিলাম । আপনার মোবাইলে মধ্যে টাইপ করে ওকে করুন দেখবেন একটি নম্বার এসেছে সে নম্বরটি হল আপনার সিম কার্ডটির নম্বর।

Robi এর জন্য টাইপ করুন  *140*2*4#

Grameenphone এর  জন্য টাইপ করুন   *2*566# অথবা *2#

Banglalink  এর জন্য টাইপ করুন   *666*8*2# অথবা *511#

Airtel এর  জন্য টাইপ করুন   *121*6*3#  এবং

Teletalk এর  জন্য মেসেজ আপশানে গিয়ে টাইপ করুন  tar  পাঠিয়ে দিন 222 নাম্বারে ।

 

এ ধরণের আরো পোষ্ট পেতে এখানে আসুন
আজ এ পর্যন্ত হোদা হাফেজ

 

No comments: