সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা
জানিয়ে শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন।
আজ আমার পোষ্ট যারা জানেনা তাদের জন্য করলাম। আমার এক বন্ধু এসম্পর্কে জিজ্ঞাস করাতে
আমি পোষ্ট করতে বসে গেলাম। আমরা অনেকে সফটও্য়্যার দ্বারা ফোল্ডারের আইকন পরিবর্তন করে
থাকি।কিন্তু সফটওয়্যার ছাড়া ফোল্ডারের আইকন পরিবর্তন করা যায় । চলুন কিভাবে করবেন।
প্রথমে আপনি যে ফোল্ডারটির আইকন
পরিবর্তন করবেন সেটি সিলেক্ট করে মাউচের রাইট বটাম ক্লিক করুন। দেখবেন নিচের দিকে প্রোপারটিস
(Properties) নামে একটি লিখা আছে, সেটিতে ক্লিক করুন। যা নিচের চিত্রে দেখানো হল।
এবার প্রোপারটিস (Properties)
এ গিয়ে
কাস্টম আইকন (Custom Icon)এ ক্লিক করুন। এবং নিচে লক্ষ করুন দেখবেন চেইজ আইকন (Change Icon)নামে একটি লিখা সেটাতে ক্লিক করুন। নিচের চিত্রে দেখানো হল।
কাস্টম আইকন (Custom Icon)এ ক্লিক করুন। এবং নিচে লক্ষ করুন দেখবেন চেইজ আইকন (Change Icon)নামে একটি লিখা সেটাতে ক্লিক করুন। নিচের চিত্রে দেখানো হল।
১
২
এবার আপনার পচন্দের আইকন সিলেক্ট
করে ok করুন। দেখবেন ফোল্ডারটির আইকন পরিবর্তন হয়ে গেছে।
আজ এ পর্যন্ত হোদা হাফেজ
No comments:
Post a Comment