সুপ্রিয়, আসসালামু‘আলায়কুম।আপনারা সবাই কেমন আছেন? আজ আমার পোষ্ট করার মত তেমন সময় নেয়। । কারণ আজ আমার জম্ম দিন, তারপরেও এ ব্যস্ত দিনে শুভেচ্ছা জানানোর জন্য সাথে ছোট একটি পোষ্ট উপহার দিলাম। তাছাড়া তত দিন আমি একটি স্কাউট ক্যাম্পে ছিলাম,৫ দিনের সে ক্যাম্প শেষ করে আজ বাসায় আসলাম। সবেই আপনাদের দোয়ায় । যাই হোক ব্যক্তিগত ব্যাখ্যা বাড়িয়ে লাভ নেই কাজে আসি......
আমরা যারা কম্পিউটারের স্ক্রীন শট নিয়ে থাকি তারা বিভিন্ন সফটওয়্যার বা কী বোর্ডের কী ব্যবহার করে স্ক্রীন শট বা ছবি নিয়। কিন্তু এখন আমি আপনাদের কে শিখাব কিভাবে মাউচ দিয়ে এক ক্লিক এ স্ক্রীন শর্ট নিতে হয়। প্রথম আপনাকে যেটি করতে হবে...
১। Stert Menu তে ক্লিক করেন। (কম্পিউটারের বামপাশের নিচের মেনুটি)
২। সেখান থেকে Accessories এ ক্লিক করুন। নিচের চিত্রটি দেখুন।
৩।তারপর Snipping Tool এ ক্লিক
করুন (উপরে 2 দিয়ে চিহৃত আছে)। এরপর নিচের চিত্রের মত একটি বক্স আসবে।
সেখান থেকে আপনার যতটুকু স্ক্রীন শট লাগবে তা সিলেক্ট করে নিন। তার পর নিচের চিত্রের মত আর একটি বক্স এ ছবিটি দেখা যাবে।
No comments:
Post a Comment