Tuesday, September 24, 2013

Windows এর কিছু রান কমেন্ট এক নজরে শিখুন ………. ১০০% কাজে লাগবে। পর্ব ২

সবাইকে শুভেচ্ছা ও সালাম। আপনারা সবাই কেমন আছেন ? মহান আল্লাহর রহমতে আশা করি ভাল আছেন? আজ আপনাদের জন্য ছোট একটি টিউন্স নিয়ে হাজির হলাম। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা কোন অপশন বা সেটিং ওপেন করতে হলে বিভিন্ন রকম ঝামেলাই জড়িয়ে যায় । তাছাড়া নতুনদের জন্য আরো কঠিন হয়। এখন আপনি রান কমেন্ড এর মাধ্যমে সহজভাবে প্রোগ্রাম ওপেন করতে পারবেন। প্রথমে Strat মেনুতে যান। সেখান থেকে Run এ ক্লিক করুন। বা Windows + R একসাথে চাপুন তারপর নিচের বক্স এর মত একটি বক্স আসবে।

 

 সেখানে নিম্মের টেক্স গুলো টাইপ করে এন্টার চাপুন। দেখবেন অটোমেটিক ভাবে প্রোগ্রাম ওপেন হয়ে গেছে।



Windows Firewall- firewall.cpl

Windows Magnifier- magnify

Windows Management Infrastructure – wmimgmt.msc

Windows Media Player – wmplayer

Windows Messenger – msmsgs

Windows Picture Import Wizard (need camera connected)- wiaacmgr

Windows System Security Tool – syskey

Windows Update Launches – wupdmgr

Windows Version (to show which version of windows)- winver

Windows XP Tour Wizard – tourstart

Wordpad – write

Password Properties – password.cpl

Performance Monitor – perfmon.msc

Phone and Modem Options – telephon.cpl

Phone Dialer – dialer

Pinball Game – pinball

Power Configuration – powercfg.cpl

Printers and Faxes – control printers

Printers Folder – printers

Private Character Editor – eudcedit

Quicktime (If Installed)- QuickTime.cpl

Real Player (if installed)- realplay

Regional Settings – intl.cpl


আজ এ পর্যন্ত হোদা হাফেজ

No comments: