একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেশের সব মহানগর এলাকার ভোটাররা মোবাইল ফোন থেকে এসএমএস করেই অথবা অনলাইন থেকে তাদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জেনে নিতে পারবেন।
এসএমএস
ভোট কেন্দ্রের তথ্য জানতে আপনার মোবাইলের
মেসেজ অপশনে টাইপ করুন PC<space>10 or 17 digit NID number তারপর
মেসেজটি 105 এ প্রেরণ করুন।
এছাড়ও অত্র ওয়েবসাইটের "ভোটকেন্দ্রের তথ্য জানুন" লিংকের মাধ্যমে ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।
105 এ কল করেও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।
অনলাইনে
যারা অনলাইনে নিজের ভোটকেন্দ্রের তথ্য জানতে চান, তাদেরে জন্য ওয়েব ঠিকানায়। (https://services.nidw.gov.bd/voter_center)
উপরোক্ত খালি ঘরে নআইডি নম্বর অথবা ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর এবং জন্ম তারিখ
লিখে ক্যাপচা কোডে দেখানো ইংরেজি হরফ লিখে ক্লিক করলেই জানা যাবে ভোটার
এলাকা, ভোটার নম্বর ও ভোটকেন্দ্র।
তথ্য সূত্রঃ
No comments:
Post a Comment