Thank you for your Cooperation

Tuesday, September 5, 2017

ইন্টারনেট ব্যবহার করার সময় Your Clock is behind মেসেস শো করে? সমাধান।


আসসালামু‘আলায়কুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি ছোট্ট একটি সমস্যার সমাধান নিয়ে পোষ্ট লিখেছি। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি মাঝে মাঝে ব্রাউজারে কিছু সমস্যা মেসস শো করে। তার মধ্যে Your Clock is behind মেসেস। এ মেসেসটি সাধারণ আপনার কম্পিউটার বা ল্যাপটে সঠিক সময় এবং তারিখ ঠিক না থাকলে দেখা দেয়। তাই আপনি এ মেসেস এর সমাধান যেভাবে করবেন নিম্মে চিত্র আকারে দেওয়া হল। 


সর্বপ্রথম কম্পিউটার বা ল্যাপ্টপের ডানপাশের কর্ণারে সময় এবং তারিখ দেওয়া লেখার উপর ক্লিক করুন। তারপর চিত্র মত Change Date and time settings লেখার উপর ক্লিক করুন।
 

এবার নিচের ছবি মত দেখা যাবে।এখান থেকে Internet Time লেখায় ক্লিক করুন।


Internet Time লেখায় ক্লিক করার পর নিচের ছবির মত Change settings লেখায় ক্লিক করুন।


এবার নিচের ছবি মত দেখা যাবে।এখান থেকে Update Now লেখায় ক্লিক করুন। তারপর Update successful হলে ok বটামে ক্লিক করুন।


এবার আপনার ব্রাউজারটি বন্ধ করে আবার চালু করুন।

সবাইকে ধন্্যবাদ । 

No comments: