Thank you for your Cooperation

Wednesday, September 20, 2017

ফেসবুকে প্রোফাইল ফ্রেম তৈরী করুন সহজে সাথে ফ্রেম ক্যাম্পিং। (how to create facebook frame with frame camping)

আসসালামু‘আলায়কুম। সবাই কেমন আছেন । আমরা যারা ফেসবুক ব্যবহার করি অনেক সময় দেখি প্রোফাইল ছবিতে বিভিন্ন প্রোগ্রাম বা দিবসের বিভিন্ন ফ্রেম যুক্ত থাকে। এ ধরনের ফ্রেম আজ আপনি নিজেও একটি তৈরী করুন। ফ্রেম দিয়ে আপনি ক্যাম্পেই করতে পারবেন অথবা সরাসরি ফেসবুক ফ্রেম থেকে ফ্রেম এড করতে পারবেন। আজ আমি দুইটি দেখাবো।

আসুন প্রথমে ফ্রেম ক্যাম্পেই কিভাবে করবেন সেটা দেখুনঃ
*ফ্রেম দিয়ে ক্যাম্পেই করার জন্য সর্ব  প্রথম আপনাকে https://www.isupportcause.com/login এ ঠিকানায় গিয়ে নিচের চিত্রের মত একটি নতুন একাউন্ট তৈরী করতে হবে। অথবা আপনার ফেসবু্ক একাউন্ট দিয়ে লগইন করুন।


লগইন হয়েগেলে নিচের চিত্রের মত দেখা যাবে। সেখানে আপনার ক্যাম্পিং নাম, সংক্ষিপ্ত বিবরণ, ক্যাম্পিং সম্পর্কে
 লিখে তারপর কেটাগরি সিলেকট করে 400*400 সাইজের একটি jpeg/png ফরমেটের ফ্রেম ফাইল আপলোড করুন।

নিচের চিত্রের মত Choose File এ ক্লিক করে আপনার ফ্রেমটি আপলোড করুন। তারপর Create Campaign লেখায় ক্লিক করুন।
এবার নিচের চিত্রের মত দেখা গেলে সেখান থেকে আপনার ফেসবুক প্রোফাইল সিলেক্ট করুন।

সর্বশেষ Generate Profile Picture এ ক্লিক করুন। এবার আপনার ফ্রেমটি যারা ব্যবহার করবে তাদের একটি সংখ্যা আপনি পাশে দেখতে পারবেন।

এবার ফেসবুক থেকে সরাসরি ফ্রেম যেভাবে এড করবেনঃ
 সর্ব প্রথম আপনার ফেসবুক www.facebook.com এ গিয়ে আই.ডি লগইন করুন। তারপর এ https://www.facebook.com/fbcameraeffects/home/ ঠিকানায় ক্লিক করুন। তারপর Create a Frame লিখায় ক্লিক করুন।

এবার নিচের চিত্রের মত  Get Started লেখায় ক্লিক করুন।


এবার Upload Art অপশনে ক্লিক করুন। অতপর আপনার ফ্রেমটি আপলোড করুন।
অবশ্যই আগে একটি ফ্রেম তৈরী করে রাখতে হবে।

আপলোড হয়ে গেলে নিচের চিত্রের মত দেখা যাবে। তারপর Next বটামে ক্লিক করুন।


Next বটামে ক্লিক করার পর নিচের চিত্রের মত দেখা যাবে সেখানে আপনি যে ফ্রেমটি করবেন তার নাম এবং ওনার সিলেক্ট করে আবার Next বটামে ক্লিক করুন।

এবার কাজ প্রায় শেষ । এটি সম্পূর্ণ হয়েগেলে এ https://www.facebook.com/profilepicframes ঠিকানায় ক্লিক করুন। এখানে আপনার ফ্রেমটি দেখতে পাবেন। নিম্মে একটি ফ্রেম দেওয়া হল।

No comments: