২০১৭ সালের মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।
গত ২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এবারের এসএসসির তত্ত্বীয় এবং ৪ থেকে ১১ মার্চ ব্যবহারিক পরীক্ষা হয়।দশ বোর্ডে এবার মোট ১৭ লাখ ৮১ হাজার ৯৬২ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন।
আটটি সাধারণ বোর্ডের অধীনে এবার এসএসসিতে ৮১ দশমিক ২১ শতাংশ, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ৭৬ দশমিক ২০ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৭৮ দশমিক ৬৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
আট বোর্ডে ৯৭ হাজার ৯৬৪ জন, দাখিলে ২ হাজার ৬১০ জন এবং কারিগরিতে ৪ হাজার ১৮৭ জন জিপিএ-৫ পেয়েছে।দশ বোর্ডে এবার মোট ১৭ লাখ ৮১ হাজার ৯৬২ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। সূত্রঃ বিডিনিউজ২৪.কম
রেজাল্ট দেখুন
এসএসসি পরীক্ষার ফলাফল
লিংক:
1. http://eboardresults.com/app/stud/
2. www.educationboardresults.gov.bd/regular/index.php?err=101
_________________________________________________________
JSC,SSC, HSC এবং Diploma পরীক্ষার ফলাফল
_________________________________________________________
এসএসসি পরীক্ষার ফলাফল
লিংক:
1. http://eboardresults.com/app/stud/
2. www.educationboardresults.gov.bd/regular/index.php?err=101
_________________________________________________________
JSC,SSC, HSC এবং Diploma পরীক্ষার ফলাফল
_________________________________________________________
মোবাইলে রেজাল্ট দেখতে
Type SSC<Space>CHI <Space>your roll no<Space>2017
Example: SSC CHI 6944587 2017 and send to 16222
Grading System Bangladesh Education Board Result
Class Interval
|
Letter Grade
|
Grade Point
|
80-100
|
A+
|
5
|
70-79
|
A
|
4
|
60-69
|
A-
|
3.5
|
50-59
|
B
|
3
|
40-49
|
C
|
2
|
33-39
|
D
|
1
|
0-32
|
F
|
0
|
এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ করার জন্য নিচের এসএমএস পদ্ধতি
SMS Method:
Go to your mobile message option and type-
RSC<>1ST 3 LETTER OF BOARD<>ROLL<>SUBJECT CODE
For an example: RSC CHI 1234 101 & send to 16222
There will charge TK 125 for each subject or part.
In the return SMS, candidates will get a PIN number and noticing amount of fee providing. Then send another SMS and type-
RSC<>YES<>PIN<>any contact number & send it to 16222
For an example: RSC YES 47483875 01XXXXXXXX
Application last Date: 11th May 2017.
No comments:
Post a Comment