Thank you for your Cooperation

Sunday, May 7, 2017

আপনার ব্লগে বা ওয়েভ সাইটে অটো ফেসবুকের ছবি এবং ভিডিও দেখান। (How to automatically show on your facebook picture and video in your Blog)

আসসালামু‘আলায়কুম। সবাই কেমন আছেন? আজ ব্লগ সাজানো একটি পোষ্ট নিয়ে আসল‍াম।

 আমরা যাদের ব্লগ সাইট বা বিভিন্ন ওয়েভ সাইট আছে এ ওয়েভ সাইটে নিজেদের আপলোড করা সব ছবি অটো ব্লগ বা ওয়েভ সাইটে দেখা যাবে। যেসব ভিজিটর সাইট ভিজিট করবে তা দেখতে পাবে। ডেমো হিসেবে নিচের চিত্রটি দেখুন।

আসুন এটি যেভাবে আপনার ব্লগে বা ওয়েভ সাইটে দেখাবে ।
১। সর্ব প্রথম আপনি আপনার ফেসবুক একাউন্ট ওপেন করুন।
২। এবার এ লিংক এ https://snapwidget.com/ প্রবেশ করুন।
৩। নিচের চিত্রের মত GET STARTED TODY লিখায় ক্লিক করুন।


৪। এখন নিচের চিত্রের মত ফেসবুক দিয়ে লগইন করুন।


৫। ফেসবুক দিয়ে লগইন হয়ে গেলে নিচের চিত্রের মত তা সম্মতি করুন।


৫। ফেসবুক দিয়ে লগইন হওয়ার পর নিচের চিত্রের মত দেখাবে । এখানে আপনি আপনার পছন্দের ওয়েগেটটি সিলেক্ট করুন।


৬। এবার নিচের চিত্রের মত ফরমটি সম্পূর্ণ করুন। তবে ইজার নেম এ আপনার ফেসবুক Url টি বসিয়ে দিন। এবং আপনার প্রয়োজনী অনুযায়ী আপনি তৈরী করুন। তারপর Get Widget লেখায় ক্লিক করুন।

৭। Get Widget লেখায় ক্লিক করার পর আপনাকে HTML কোড দিবে সেটি কপি করে আপনার ব্লগে লেআউটে গিয়ে New Widget ক্লিক করুন। তারপর নিচের চিত্রের মত HTML/Javascript Widget ক্লিক করুন।



৮। কোডগুলো পেষ্ট করুন।


৯। এবার আপনার লেআউট টি সংরক্ষণ বা সেইভ করুন।
১০। কাজ শেষ নিজের ব্লগ বা ওয়েভ সাইটে গিয়ে দেখুন।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ

No comments: