আসসালামু‘আলায়কুম। কেমন আছেন সবাই। আজকের পোস্টটি সামাজিক যোগাযোগের আরেক মাধ্যম টুইটার নিয়ে লেখা। মুটামুটি ভাবে সবাই টুইটার কম বেশী ব্যবহার করে থাকি। আমরা যারা টুইটার একাউন্ট আছে একাউন্টটি টুইটার কর্তৃপক্ষ থেকে ভেরিফাই বা যাচাইকৃত করে নিতে পারি। কাজটি যেভাবে করবেন নিম্মে চিত্রে আকারে স্টেপ বাই স্টেপ দেওয়া হল।
সর্ব প্রথম আপনি এখানে ক্লিক করুন। তারপর নিচের চিত্রের মত দেখতে পাবেন।
এখানে টুইটার নেইমস এর ঘরে আপনার নাম শো করবে। তারপর Next বোটামে ক্লিক করুন।
উপরোক্ত ফরম আসলে সেটি ঠিক ভাবে পূরণ করে Next বোটামে ক্লিক করুন।
এখানে ফরমটি পূরণের পরে সাবমিট করার জন্য একটি Preview দেখানো হবে। সব ঠিকঠাক থাকলে Submit বোটামে ক্লিক করুন।
আপনার রিকুয়েস্ট জামা হয়ে গেছে এতে কিছু দিন সময় নিবে এবং আপনার ই-মেইলে বার্তা পৌঁছিয়ে দিবে। যদি এতে কোন ত্রুটি পাওয়া যায় তবে আইডি যাইচকৃত হবে না। তাই ভেরিফাইড রিকুয়েস্ট পাঠানোর আগে আইডির তথ্য সমূহ সঠিক করে নিন।
ধন্যবাদ
No comments:
Post a Comment