Thank you for your Cooperation

Friday, March 31, 2017

আপনার ফেসবুক গ্রুপে এক ক্লিকে যুক্ত করুন সকল ফ্রেন্ডসদের। (How to Add your facebook friends on your Group)

আসসালামু‘আলায়কুম। সবাই কেমন আছেন? আজ ফেসবুক নিয়ে পোষ্ট লিখলাম। আমরা যারা ইন্টারনেট এর শুধুমাত্র আই টা জানি তারাও ভাল ফেসবুক ব্যবহার করে। আর যারা ইন্টারনেট জগতে আছে তাদের তো আর বলতে হবে না। আমরা যখন ফেসবুক ব্যবহার করি তখন বিভিন্ন কারণে বিভিন্ন প্রয়োজনে ফেসবুকে গ্রুপ খোলে থাকি। এ গ্রুপে পরে নিজের সব ফ্রেন্ডসদেরকে যুক্ত বা এড করি। এক একটা ক্লিক করে এড করতে গেলে বুঝা ঝায় সময়ের মূল্য কতটুকু। তাই আপনি চাইলে এক ক্লিক এ সব ফ্রেন্ডসদের এড বা যুক্ত করতে পারবেন আপনার তৈরীকৃত গ্রুপে। এ কাজটা মুলত chrome extension দিয়ে করা হয়। তাই আপনাকে chrome ব্রাউচার ব্যবহার করতে হবে।

 প্রথমে আপনার chrome ব্রাউচারটি অপেন করুন। গুগুল এ গিয়ে Group invite all extension লিখে চার্জ করুন।
Group invite all প্রথম লিংকে ক্লিক করুন। তারপর নিচের চিত্রের মত দেখা যাবে।
এখান থেকে Added to Chrome এ ক্লিক করে ইন্সটল করুন। ইন্সটল সম্পূর্ণ হয়ে গেলে আপনার ব্রাউচারটি রিস্টার্ট করুন। তারপর আপনার ফেসবুক আইডি লগইন করুন। আপনার ফেসবুক থেকে আপনি যে গ্রুপে মেম্বার এড করতে চান সে গ্রুপটি ওপেন করুন।
আপনার তৈরীকৃত যে কোন গ্রুপ লগইন করুন।

 তারপর নিচের চিত্রের মত আপনার ব্রাউচার এ একটি চিহ্ন দেখতে পাবেন। চিহ্নটিতে ক্লিক করুন।

চিহ্নটিতে ক্লিক করার পর All invite friends এ ক্লিক করুন। তারপর নিচের চিত্রের মত দেখা যাবে।

এভাবে অটোমেটিক আপনার গ্রুপের আপনার সকল ফ্রেন্ডস এড হয়ে যাবে।

আপনাদের কোন সমস্যা হলে বা কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করুন।

ধন্যবাদ

No comments: