Sunday, January 25, 2015

বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন....(A to Z)



৭৪ বাফা সর্ট কোর্স
(গ্রিস্মকালিন)
বাংলাদেশ বিমান বাহিনির সর্ট কোর্স এ আবেদন শুরু হল। বিমান বাহিনীকে যুগোপযোগী করার জন্য কিছু পরিবর্তন আনা হয়েছে।

এবং রয়েছ বিএএফএ কোর্সের প্রথম পর্যায়=

প্রয়োজনীয় তথ্য ঃ-
* ব্রাঞ্চঃ লিগাল, লজিস্টিক, এটিসি ও ইঞ্জিনিয়ারিং
*যেকোনো বিশ্ববিদ্যালায় থেকে বিএসসি, এলএলবি ও ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রাপ্তরা আবেদন করতে পারবে। কমপক্ষে ২ঃ৭৫ সিজিপিএ / ২য় বিভাগ পেতে হবে।
* ১/১/২০১৬ তারিখে বয়স সর্বচ্ছ ৩০ বছরের ভিতর থাকতে হবে।
* ২০১৫ সালের শেস বর্শের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে।
* ফর্ম সরাসরি এবং অনলাইন এ তোলা যাবে।
পরিবর্তন সমুহ ঃ-
* ট্রেনিং হবে ৬ মাস।
* ট্রেনিং শেষে ফ্লায়িং অফিসার হিসেবে কমিশন দেয়া হবে।
* ট্রেনিং এর সময় অফিসার ক্যাডেট দের বেতন হবে ১১০০০/= .
পরীক্ষা গ্রহনের সময় ঃ ২ ফেব্রুয়ারি - ১২ ফেব্রুয়ারি প্রতি সোম ও বুধবার।
আবেদনপত্র সংগ্রহ ঃ
১. বিভিন্ন বিমান ঘাঁটি এবং বিমান বাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র থেকে সরাসরি ফর্ম সংগ্রহ করা যাবে।
২. যারা অনলাইন এ আবেদন করবে, তারা নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
http://www.joinbangladeshairforce.mil.bd/ 
তারপর নিচের চিত্রের মত দেখা যাবে। সেখান থেকে Apply Now লেখায় ক্লিক করুন।
এবার নিচের চিত্রের মত দেখবেন মনে রাখবেন এখানে ৭৪ তম গ্রিস্মকালিন্ ও সর্ট কোর্স এবং বিএএফএ কোর্সের প্রথম পর্যায় দুইটি ফরম রয়েছে ,সেখান থেকে আপনি যে কোর্সের ফরম পূরণ করতে চান সেটা সিলেক্ট করুন । ফরমটি সম্পূর্ণ নিরভুল ভাবে পূরণ করতে হবে। ফরমটি ইংরেজী বা বাংলায় পূরণ করতে পারবেন।
এবার নিচের চিত্রের মত ফরমটি পূরণ করুন। ফরমটি পূরণ করার পূর্বে আপনার ছবিটি সাইজ করুন । ছবির সাইজ (4cm Χ 4cm) = 100KB মধ্যে = JPG/JPEG  হতে হবে। নিচে ছবির কিছু নমুনা দেওয়া হল। যেসব ছবি গ্রহণ যোগ্য এবং যেসব ছবি গ্রহণ যোগ্য নয় তা নিম্মে দেওয়া হল।

ফরমটি পূরণ করা হলে ফরমের সর্ব নিম্মে submit বটাম এ ক্লিক করে সম্পন্ন করুন।
ফরটি submit করা হলে প্রিন্ট করুন। এবং সফলভাবে আবেদনপত্র জমা দানের পর ইন্টারভিউ কার্ড প্রিন্ট নিতে না পারলে, ২৪ ঘন্টা পরে http://www.joinbangladeshairforce.mil.bd/ ক্লিক করে Collect Admit Card and Form এ Invoice Number এবং password দিয়ে login করে পুনরায় প্রিন্ট নিতে চেষ্টা করুন।


সবাইকে অসংখ্যা ধন্যবাদ



No comments: