Friday, January 2, 2015

আপনার ব্লগে নতুন টেমপ্লেট যে ভাবে ইন্সটল করবেন। (How to install template in Blogspot Blog )

আসসালামু‘আলায়কুম। কেমন আছেন সাবই। আজ আমি আপনাদের ব্লগস্পট ব্লেগের  ছোট্ট একটি টিপস নিয়ে হাজির হয়েছি। আমি প্রথমে বলতে চাই আমার টিপসটি হয়তো সামান্য কিন্তু যারা জানেনা তাদের জন্য অসীম। আমার আজকের টিপসটি যারা জানেনা তাদের জন্য লেখা। আমাদের যাদের ব্লগ সাইট আছে তাতে আপনি নিজের পছন্দের থীম বা টেমপ্লেট ইন্সটল করতে পারছেন না। 

আসুন যেভাবে আপনার পছন্দের থীম ব্লগে যুক্ত করবেন। প্রথমে নিচের চিত্রের মত আপনার ব্লগের টেমপ্লেট আপশনে যান।
 
তারপর নিচের চিত্রের মত ব্যাক আপ/পুনরুদ্ধার করুন নামে বোটামটিতে ক্লিক করুন। 

এবার নিচের চিত্রের মত আসলে সেখান থেকে Browse বোটামে ক্লিক করে আপনার ডাউনলোড করা টেমপ্লেটটি সিলেক্টক করুন। তারপর Ok বোটামে ক্লিক করুন।
আপলোড প্রক্রিয়া সমাপ্ত হলে আপনার ব্লগে গিয়ে দেখুন। থীম বা টেমপ্লেট টি ইন্সটল হয়ে গেছে।
সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ

No comments: