আসসালামু‘আলায়কুম, আপনারা সবাই কেমন আছেন। আসা
করি আল্লাহর রহমতে ভাল আছেন। আজ আমার পোষ্টা তাদের জন্য যারা Microsoft
office 2007 কাজ করেন। আমরা যখন M/S word এ একটি ফাইলে কাজ করি
তখন সে কাজ যদি অন্য জনের হাতে পৌছে তখন সে তার নিজের ইচ্ছা মত ইডিট করতে পারে। এখন
যদি অন্যকেও ফাইলটি পেয়েও যদি ইডিট ত দূরের কথা পাসওয়ার্ড ছাড়া ওপেনও করতে পারবে না
সে রকম হলে কেমন হয়। চলুন এবার কাজটি শুরু করি।
প্রথমে আপনার ওয়ার্ড ফাইলের উপর বাম পাশের কোণায়
একটি বৃত্তকার আইকন দেখতে পাবেন। সে আইকনের উপর ক্লিক করুন । তারপর নিম্ম চিত্রের মত
প্রদর্শিত হবে।
সেখান থেকে Prepare (1) এ ক্লিক করুন,
তারপর
Encrypt
(2) এ
ক্লিক করুন। নিচের চিত্রের মত দেখবেন।
এবার খালি বক্স এ আপনার পাসওয়ার্ড দিন যা কেও
না জানে মত। পাসওয়ার্ড দেওয়া শেষ হলে ok বটামে ক্লিক করুন। এখন
আপনি সে কোন জায়গায় ফাইলটি সেভ করুন। আপনার দেওয়া পাসওয়ার্ড ছাড়া ফাইলটি কেও খুলতে
পারবে না।
ধন্যবাদ জানিয়ে আজকের মত শেষ করছি
No comments:
Post a Comment