Thank you for your Cooperation

Monday, June 10, 2013

উইন্ডোজ ৭ এর লুকানো ওয়ালপেপার ও থিম গুলো বের করে নিন সহজেই

আপনি যখন উইন্ডোজ ৭ ইন্সটল করেন তখন এটি আপনার কাছে জানতে চায় যে আপনি কোন Language, time and currency format ইন্সটল করতে চান। বেশির ভাগ ক্ষেত্রে আমরা English (United States) ইন্সটল করে থাকি। ফলে উইন্ডোজ নিজে থেকে Personalize এ USA এর বিভিন্ন থিম, ওয়ালপেপার, স্ক্রিনসেভার ইন্সটল করে থাকে। কিন্তু উইন্ডোজে আরো কয়েকটি দেশের থিম, ওয়ালপেপার লুকায়িত থাকে যা আমরা অনেকেই জানি না।


 

তো চলুন জেনে নিই কিভাবে ঐ সকল ওয়ালপেপার, থিম আমরা পেতে পারি। এর জন্য প্রথমে Start মেনুর সার্চ বক্সে গিয়ে টাইপ করুন C:\Windows\Globalization\MCTএবং এন্টার চাপুন (যদি অন্য কোনো ড্রাইভে উইন্ডোজ ইন্সটল করা থাকে তবে Cএর জায়গায় ঐ ড্রাইভের Block letterদিতে হবে)।
তাহলে একটি নতুন উইন্ডো তে কিছু সাবফোল্ডার দেখাবে। এই ফোল্ডার গুলোতে আপনি পাবেন Australia, Canada, South Africa, United Kingdom, United States এর বিভিন্ন লোকেশন এর ওয়ালপেপার এবং থিম।

No comments: