Saturday, May 25, 2013

আপনার ব্লগে ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করুন না দেখলে মিস করবেন।




আসসালামু‘আলায়কুম আপনারা সবাই কেমন আছেন? আমরা যারা ব্লগ ব্যবহার করে থাকি তারা শুধু চাই ব্লগকে কিভাবে আর্কষণীয় করে তুলা যায়। আজ আমার পোষ্টি অন্যতম আর্কষণীয় পোষ্ট। যা আপনার ব্লগে যুক্ত করলে যারা ভিজিট করবে তারা ফেসবুক ব্যবহার কারী হলে ফেসবুক থেকে সরাসরি আপনার ব্লগে কমেন্ট করতে পারবে। আসা করি বুঝেছেন। তাই দেরি না করে কাজে আসি.....

প্রথমে আপনার ব্লগে যান। ব্লগ থেকে layout>>add gadget যান


তারপর সেখান থেকে  html/javascript সিলেক্ট করুন । 

এ বার  html/javascript খালি বক্সে নিম্মের কোডটি কপি করে পেষ্ট করুন <script>(function(d){
  var js, id = 'facebook-jssdk'; if (d.getElementById(id)) {return;}
  js = d.createElement('script'); js.id = id; js.async = true;
  js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1";
  d.getElementsByTagName('head')[0].appendChild(js);
}(document));</script>
<div class="fb-comments" data-href="http://
HathazariComputerInstitute/" data-num-posts="10" data-width="500"></div>

HathazariComputerInstitute এর জায়গায় আপনার ব্লগের নামটা দিন।এবং সেভ বটামে কিল্ক করে সেভ করুন কাজ শেষ।

এবার আপনি ব্লগ দেখুন।
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

1 comment:

এসো বন্ধু said...

দারুন পোস্ট সময় পেলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন ...।
www.asobondhu.blogspot.com