Sunday, April 14, 2013

১লা বৈশাখ বাংলা ১৪২০



বাংলার আকাশ বাংলার বাতাস, শিমুল বনে বকের ঝাকে এরি মাঝে হৃদয়ের বেজে উঠল রঙ্গিন হওয়ার আনন্দ। 

আজ পহেলা বৈশাখ বাংলার বছরের প্রথম দিন। রঙ্গেতে রাঙ্গিয়া রঙ্গিন হোক সবার জীবন। যার অপেক্ষায় ছিল হাজারো বাঙ্গালী। হৃদয়ের তৃপ্তি মিঠাবে বাংলা বর্ষের বরণ দিয়ে। বেলা যায় ফুরিয়ে সন্ধার অধারে বাংলার জুনাকির আলো পৃথিবীর শিতল হওয়ায় সুখের অঙ্গিনায় সারা বছর ধরে থাকুক প্রতি বাঙ্গালীর হৃদয়ে। আজ বাকীর হাল খাতা খুলা হবে। মিষ্টি মূখ করবে সবাই। এই সুখের জোয়ারে নিজেরা কিছু ভাগ করি নিই। জীবন আলোকিত হোক বাংলা বছরের প্রথম দিন দিয়ে।
আকাশ ছোঁয়া প্রত্যাশা সকলের কাছে

No comments: