আসসালা‘মুয়ালাইকুম.. আপনাদের
সামনে আবার হাজির হয়েছি মাজার একটা পোষ্ট নিয়ে..
মোবাইলে হয়তো অনেকেরই
কিছু ফোল্ডার
আছে, যা
একান্তই ব্যাক্তিগত। বিভিন্ন
সফটওয়্যার এর মাধ্যমে এই ফোল্ডার
গুলো লুকিয়ে
রাখা যায়,কিন্তু
নকিয়া মোবাইলে
খুব সহজেই
এই
ফোল্ডার লুকানো
যায়। চলি ফোল্ডার হাইড করি.......
প্রথমে যেকোন
নামে একটা
ফোল্ডার তৈরি
করুন ,এবং
তার নামের
শেষে .jad যুক্ত করুন (Md.Munnna MN.jad)। যে ফাইল গুলো লুকাতে চান
সেগুলো এই
ফোল্ডারের ভিতর রাখুন। এবার
আরেকটা ফোল্ডার
তৈরি করুন
আগের নামে
এবং তার
নামের শেষে
.jar যুক্ত করুন( Md.Munnna
MN.jar)। এবার দেখুনতো
Md.Munnna
MN.jad নামক ফোল্ডারটি নাই।
চিন্তার কিছু নাই Md.Munnna MN.jar ফোল্ডারটি ডিলিট
করে দিন
অথবা Md.Munnna
MN.jar এর শেষের যেকোন
একটি ওয়ার্ড
পরিবর্তন করুন
অথবা মুছে দিন।
দেখবেন এইবার আপনার Md.Munnna MN.jad ফোল্ডারটি ফিরে
আসছে।
এই ভাবে আপনার প্রয়োজনীয় ফাইল
ফোল্ডার সুরক্ষা
করতে পারবেন।
বিtদ্রt- কম্পিউটারে এই
২টো ফোল্ডারই
শো করবে।
No comments:
Post a Comment