Tuesday, April 23, 2013

আপনার ছবিকে আর্কষণীয় করে তুলন কোন কষ্ট ছাড়াই



আমরা নিজেদের ছবিকে সুন্দর করতে পারলে মনে কি যে আনন্দ লাগে তাই না। 


যারা গ্রাফিক্সের কাজ জানি শুধু তারাই পারি ছবিকে আর্কষণীয় করে তুলতে তাও আবার সময়ের প্রয়োজন হয়। আমার দেওয়া এই ছোট সফটওয়্যারের মাধ্যমে অল্প সময়ে নিজের ছবিকে করে তুলন নিজের মত করে। সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে কিল্ককরুন। 
  ভাল লাগলে কমেন্ট করবেন।।।।।।।।।।।।

No comments: