রোভার স্কাউট বন্ধুরা সবাইকে সালাম ও শুভেচ্ছা। যারা রোভার স্কাউটিং করে তাদের কাছে স্কাউটিং সম্পর্কিত বইপত্রগুলো অতিপ্রয়োজন। যার প্রয়োজনীয়তা উপলব্ধি করে Abu Sayed Md. Akramuzzaman স্যার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Rover Library নামে একটি গ্রুপ তৈরী করে সকল রোভার স্কাউটদের কাছে বইগুলো পাঠাতে অগ্রধিক ভূমিকা পালন করছে। রোভার স্কাউটদের প্রয়োজনীয় বইগুলো পর্যায়ক্রমে উক্ত গ্রুপে আপলোড করা হচ্ছে। নিচে চিত্রে ক্লিক করলে সরাসরি গ্রুপে প্রবেশ করা যাবে।
রোভার লাইব্রেরি সকল বই পেতে নিচের ডাউনলোড লিখায় ক্লিক করুন।
No comments:
Post a Comment