Sunday, December 23, 2018

সবার আগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ২০১৮ দেখুন। PECE/DPE Result will be published 2018

২০১৮ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ২৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।২৪ ডিসেম্বর সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গণভবনে ফল‍াফল হস্তান্তর করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।
উক্ত ফলাফল দুপুর ২:০০ টার পর এসএমএস ও অনলাইনে প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এর পাশাপাশি MNsoftBD থেকেও অনলাইনে ফলাফল জানতে পারবেন।

প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ২০১৮

  প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮ এর ফলাফল (একক)

মোবাইলে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮ এর ফলাফল দেখার নিয়মঃ

প্রাথমিক ও শিক্ষা সমাপনীঃ
DPE<space> পরীক্ষার্থীর আইডি নম্বর<space>পাশের বছর
এরপর Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: DPE 1120172060810798 2017 Send করুন 16222 নম্বরে।

ইবতেদায়ী শিক্ষা সমাপনীঃ
মাদ্রাসা বোর্ডের প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার ফলাফল পেতে শুধু DPE এর স্থলে EBT লিখতে হবে। বাকি নিয়ম অপরিবর্তিত থাকবে।
উদাহরণঃ EBT 1120172060810798 2017 Send করুন 16222 নম্বরে।


No comments: