Saturday, October 27, 2018

আপনার NID দিয়ে কয়টি সিম নিবন্ধন হয়েছে দেখুন। (Check How Many Sim Biometric Registered By Your NID Number)

আসসালামু‘আলায়কুম। সবাই কেমন আছেন। আজ ছোট্ট একটি পোষ্ট  নিয়ে আপনাদর সামনে হাজির হলাম।
আমরা যারা নিজেদের জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে সিম নিবন্ধন করেছি তাদের জানা প্রয়োজন। কারণ একজনের জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্ছ ২০টি সিম কার্ড রেজিষ্ট্রেশন করতে পারবে। আমাদের দেশে প্রচলিত যে সিম কোম্পানি গুলো রয়েছে তাদের কয়টি সিম আপনি নিবন্ধন করেছেন সে বিষয়ে জানতে চাইলে নিচের কোডগুলো ডাইল করুন। 

এ ধরণের আরো টিপস পেতে আমাদের সাথে থাকুন। 
ধন্যবাদ।

No comments: