আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)- এর নিয়োগ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)
প্রতিরক্ষা মন্ত্রণালয়
পুরাতন সদর দপ্তর লগ এরিয়া
ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬
টেলিফোন- ৯৮৩৫৬৬১
ফ্যাক্স- ৯৮৩৩৫৬২
ই-মেইল:isprdte@gmail.com
স্মারক নং ২৩.১৬.০০০০.০০২.১১.০০১.১৭/০২ তারিখ: ১৩-০৬-২০১৭
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ২৩.০০.০০০০.০৫০.১১.৩০৫.০৮.৬৮, তারিখ:
১৬ এপ্রিল ২০১৭ এর মাধ্যমে শূন্য পদে লোক নিয়োগের ছাড়পত্র প্রদানের
প্রেক্ষিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর নিমণবর্ণিত রাজস্ব
খাতভূক্ত শূন্য পদসমূহে অস্থায়ীভিত্তিতে লোক নিয়োগের নিমিত্তে বাংলাদেশের
প্রকৃত নাগরিকদের নিকট হতে নিমণবর্ণিত শর্ত সাপেক্ষে Online -এ নির্ধারিত
ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ-ক্রঃ নং | পদের নাম | শূন্য পদের সংখ্যা | বেতন স্কেল এবং গ্রেড (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) | শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা | যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই |
(১) | (২) | (৩) | (৪) | (৫) | (৬) |
১। | কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী | ১টি | ৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬ | (ক) স্বীকৃতপ্রাপ্ত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। (খ) প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজি ৩০ শব্দ মুদ্রাক্ষর লিখনে সক্ষম হইতে হইবে। | ঢাকা, নরসিংদী, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, পটুয়াখালী ও বরগুণা জেলা। তবে ক্রমিক নং ১, ২ ও ৩ এ উল্লিখিত পদসমূহে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। |
২। | ড্রাইভার | ১টি | ৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬ | অষ্টম শ্রেণী পাশ। বৈধ লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনা জানতে হবে। অভিজ্ঞতা অগ্রগন্য। | |
৩। | অন্ধকার কক্ষ সহকারী | ১টি | ৮৮০০-২১৩১০ গ্রেড-১৮ | অষ্টম শ্রেণী উত্তীর্ণ। ফটোকেমিক্যাল তৈরী, ছবি ওয়াশিং, গ্লেজিং, ট্রিমিং ইত্যাদির জ্ঞানসহ ফটোগ্রাফিক স্টুডিওতে কাজের অভিজ্ঞতা এবং অন্ধকার কক্ষের সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জ্ঞান ও ক্ষমতা। | |
৪। | অফিস সহায়ক | ১টি | ৮২৫০-২০০১০/- গ্রেড-২০ | স্বীকৃতপ্রাপ্ত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। | নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, কুমিল্লা, পটুয়াখালী ও রংপুর জেলা । তবে ক্রমিক নং ৪ এ উল্লিখিত পদে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। |
০১। প্রার্থীর বয়সসীমা ১০-০৭-২০১৭ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধার সন্তানের (পুত্র/কন্যা) ক্ষেত্রে এবং শারীরিক
০২। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
০৩। এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
০৪। পূরনকৃত Application Form সহ সকল সনদের মূলকপি ৯ম গ্রেড (প্রথম শ্রেণী) বা তদুর্ধ পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত একসেট ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। এছাড়া, মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদপত্রের মূলকপি দাখিল করতে হবেঃ
(ক) স্থায়ী ঠিকানার স্বপক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক নিজ জেলা উল্লেখপূর্বক নামীয় সীল মোহরসহ প্রদত্ত নাগরিকত্ত্ব সনদপত্র;
(খ) শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদ (প্রশংসাপত্র/মার্কসীট গ্রহণযোগ্য নয়);
(গ) ৯ম গ্রেড (প্রথম শ্রেণী) বা তদুর্ধ পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
(ঘ) জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদপত্র ;
(ঙ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকুরীর আবেদনপত্রের সঙ্গে তাঁদের পিতার পিতা/পিতার মাতা/মাতার পিতা/মাতার মাতা (প্রযোজ্য ক্ষেত্রে) এর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট, যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে;
(চ) প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা-এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনে ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ;
(ছ) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য/সদস্যা প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে ১০% কোটার আওতায় কেবল মাত্র উক্ত বাহিনীর সাংগঠনিক ইউনিটের অন্তর্ভুক্ত মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত (তিন সপ্তাহ বা তদুর্দ্ধ মেয়াদী) প্রকৃত সদস্য/সদস্যদের সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(জ) এতিম ও শারীরিক প্রতিবন্দী প্রার্থীর ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয় কর্তক প্রদত্ত সনদপত্র;
(ঝ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক দপ্তর কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিচয় বিষয়ক সনদপত্র;
(ঞ) কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী পদে আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার টাইপের গতি সম্পর্কিত সনদপত্র;
(ট) অন্ধকার কক্ষ সহকারী পদে আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে স্বীকৃত ফটোগ্রাফিক স্টুডিও/সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা সনদপত্র;
(ঠ) ড্রাইভার পদে আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স;
০৫। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্ত্বশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে হবে। এক্ষেত্রে বয়সসীমাও শিথিলযোগ্য নয়।
০৬। সরকারের সর্বশেষ জারীকৃত পরিপত্র/নীতিমালা অনুযায়ী কোটা সম্পর্কিত সকল বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
০৭। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং তা প্রমাণিত হলে পরবর্তীতে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিলসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৮। লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
০৯। যে কোনো ধরণের তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
১০। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদনপত্র বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১১। কর্তৃপক্ষ উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল অথবা প্রয়োজনবোধে যে কোনো পরিবর্তন বা পরিবর্ধন করার ক্ষমতা সংরক্ষণ করেন ।
১২। এ নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।
১৩। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলিঃ
ক। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://ispr.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
- Online -এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৮-০৬-২০১৭ খ্রি: সকাল ১০.০০ ঘটিকা।
- Online -এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১০-০৭-২০১৭ খ্রি: বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত।
খ। Online -আবেদনপত্র প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
গ। Online -আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online -এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পুনঃপূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ। প্রার্থী Online -এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
ঙ। SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online -এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ০১ থেকে ০৩ নং পদের জন্য ১০০/- (একশত) টাকা সরকারী কোষাগারে জমা করার নিমিত্তে সার্ভিস চার্জ ১২/- (বার) টাকাসহ মোট ১১২/- (একশত বার) টাকা এবং ০৪ নং পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা সরকারী কোষাগারে জমা করার নিমিত্তে সার্ভিস চার্জ ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অবশ্যই অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, ‘‘Online –এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না’’।
প্রথম: SMS: ISPR< space > User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: ISPR ABCDEF
Reply: Applicant’s Name, Tk———will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type ISPR <space> Yes <space> PIN and Send to 16222.
দ্বিতীয়: SMS: ISPR<space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: ISPR YES 12345678.
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for ISPR Application for xxxxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
চ। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://ispr.teletalk.com.bd অথবা ISPR পরিদপ্তরের Website: www.ispr.gov.bd এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যম (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
ছ। SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (অবশ্যই রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
জ। শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নেবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
- User ID জানা থাকলে ISPR <space> Help <space> User <space> User ID and Send to 16222.
- PIN Number জানা থাকলে: ISPR <space> Help <space> PIN <space> PIN No and Send to 16222.
(ঝ) Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে 121 (helpline) নম্বরে কল করে অথবা ‘vas.query@teletalk.com.bd’ ই মেইলে যোগাযোগ করা যাবে।
১৪। এই নিয়োগ বিজ্ঞপ্তি www.ispr.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
পরিচালক
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)
ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।
সোর্স লিংকঃ http://www.ispr.gov.bd/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%83%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%82%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf-65/
No comments:
Post a Comment