Monday, April 27, 2015

এখন থেকে 1 জিবি 3G ইন্টারনেট মাত্র ২০ টাকা ! মেয়াদ হবে ১ বছর ! মানববন্ধন পিসি হেল্পলাইবিডির উদ্যেগে। আপনিও যোগদিন

আসসালামু‘আলায়কুম। সবাই কেমন আছেন? হইতো শিরনামটি দেখেখুব অবাক হয়ে গেলেন। আসলে চোখটা কোপালে উঠার মত শিরনাম। যতই হাস্যকর মনে করেন কথাটা কিন্তু একদম সত্যি। আর এই সত্যিকে বাস্তবায়ন করতে মানববন্ধন পিসি হেল্পলাইনের উদ্যেগে ইন্টারনেটের দাম কমানো একটি মানববন্ধনের করার প্রস্তাব রাখে। এ মানববন্ধনে অংশগ্রহণ করে প্রস্তাব সমূহ বাস্তবায়ন করুন।

[পিসি হেল্পলাইন বিডি থেকে ধারণকৃত কিছু তথ্য নিম্মে দেওয়া হল]


ইন্টারনেট প্রোভাইডার কোম্পানী গুলো সরকারের কাছে থেকে মেগাবিট স্পীডের প্রতি জিবি ডাটা ক্রয় করছে গড়ে মাত্র ১৩.৫৮ টাকায়। আর তা কিলোবাইট স্পীডে গ্রাহকদের কাছে বিক্রি করছে গড়ে ৩৪৫ টাকার ও বেশি মূল্যে !
প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন কম্পিউটার জগতের এক পরিসংখ্যান থেকে জানা যায়, ইন্টারনেট প্রোভাইডার কোম্পানী গুলো মাত্র ৪ হাজার ৮শ টাকায় ব্যান্ডউইডথ ক্রয় করলেও তা যে দামে বিক্রি করছে সে সংখ্যাটি আমরা পড়তে গিয়ে কেউ সঠিক উচ্চারণ ও করতে পারিনা।
যেমন গ্রামীণফোন তাদের টুজি নেট ৪ হাজার ৮শ টাকায় কিনে তা বিক্রি করছে ৪৩,৩৫০X৬০,০০০ টাকায়। অন্যদিকে টেলিটক ৪ হাজার ৮শ টাকায় থ্রিজি কিনে তা বিক্রি করছে ২৪,০০০X২৮,০০০ টাকায়। এভাবে সবগুলো কোম্পানীই ৪ হাজার ৮শ টাকায় কিনে তা একই হারে সিন্ডিকেট আকারে বিক্রি করছে। মোবাইল অপারেটররা বিভিন্ন সময়ে স্বীকারও করেছে যে, তাদের নির্ধারিত ইন্টারনেট বিলের ব্যান্ডউইডথের খরচ ৪ শতাংশ। বাকিটা নাকি তাদের মেইনটেন্যান্স এবং অবকাঠামোতে ব্যয় হয়।


আমাদের দাবীসমূহঃ

১. অতি শীঘ্রই ১ জিবি ডাটার দাম ২০ টাকা নির্ধারণ করতে হবে।

২.৩জি কভারেজ না দিয়ে ২জি এলাকায় ৩জির বিল নেওয়া যাবে না।

৩. ডাটার মেয়াদ শেষ হয়ে গেলেও অব্যবহিত ডাটা পরের ডাটা প্যাকেজ চালু করার

সাথে সাথে যোগ করে দিতে হবে ।

৪. ১ জিবির মেয়াদ ১ বছর করতে হবে।

৫. ফেয়ার ইউস পলিসি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।

৬.নুন্যতম গতি নির্ধারণ করে করে পূর্ণ গতির ডাটা দিতে হবে ।

৭. আনলিমিটেড নামে কোন বিজ্ঞাপন দেওয়া যাবে না।

৮. ফ্রি নামের কোন ডাটা অপার করা যাবে না। ( কারণ প্রতিটি ফ্রি অফার মানে নতুন প্রতারণা )

অবশ্যই লেখাটি সবার সাথে শেয়ার করুন !

 

প্রতিবাদ এ অংশ গ্রহণ করতে এই ইভেন্টে আসুন https://www.facebook.com/events/628859240476086/ 
তাছাড়া বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.pchelplinebd.com/

No comments: