Thank you for your Cooperation

Wednesday, March 11, 2015

দেখে নিন ২০১৫ এর জনপ্রিয় সেরা ১০টি টরেন্ট সাইট

আসসালামু‘আলায়কুম। আশা করি সবাই ভাল আছেন? আজ আপনাদের সামনে ২০১৫ এর সেরা ১০টি টরেন্ট সাইট নিয়ে হাজির হলাম। টরেন্ট সাইটের মধ্যে ইউটরেন্ট (uTorrent) বা সংক্ষিপ্তভাবে "µT" অথবা "uT" হচ্ছে বিটটরেন্ট ইনকোর্পোরেটেড মালিকানাধীন মুক্ত, বিজ্ঞাপন সমর্থিত (অ্যাডওয়্যার), ক্লোসড সোর্স, বিটটরেন্ট সাইলেন্ট। যা চীনের বাইরে (চীনে জুনলেই অধিক জনপ্রিয়) সবচেয়ে জনপ্রিয় বিটটরেন্ট সাইলেন্ট। µ হচ্ছে (মূলত গ্রীক বর্ণ মি থেকে এসেছে) মাইক্রোর মেট্রিক প্রতীক।২০০৫ সালে প্রথম মুক্তির পর থেকেই এই প্রোগ্রামটি উন্নয়নের মাঝে রয়েছে। যদিও ২০০৬ সালের ৭ই ডিসেম্বর থেকে লাডভিগ স্ট্রাজিয়াস এর মূল উন্নয়নের দায়িত্বে রয়েছেন। এই সফটওয়্যারের কোডটি বিটটরেন্ট ইনকোর্পোরেটেড কর্তৃক মালিকানাধীন ও রক্ষণাবেক্ষণকৃত। ইউটরেন্ট মাইক্রোসফট উইন্ডোজ, ওএস এক্স, লিনাক্স ও এনড্রয়েড অপারেটিং সিস্টেমে চালানো যায় এবং সকল সংস্করণই সি++ প্রোগ্রামিং ভাষায় লেখা। ইউ টরেন্ট https://www.utorrent.com/ আর হচ্ছে বিট টরেন্ট www.bittorrent.com/ এবার দেখে নিন সেরা ১০টি টরেন্ট সাইট। আপনি পাবেন App, movi, song ইত্যাদি ।


সবাইকে আবারো ধন্যবাদ mnsoftbd সাথে থাকুন প্রযুক্তির সাথে মেতে উঠুন।

No comments: