Thursday, February 5, 2015

টেলিটক এ কথা বলি দেশের টাকা দেশে রাখি। সিমের মূল্য মাত্র ৫০ টাকা ।

নিয়ে নিন টেলিটব সিম। বাংলাদেশ সরকারের মালিকানাধীন একমাত্র মোবাইল কোম্পানি । এখন টেলিটক কলেজ- বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য দিচ্ছেন স্পেশাল সিম যার নাম বর্ণমালা । সিমের মূল্য মাত্র ৫০ টাকা মূল্যে সংগ্রহ করতে পারবেন।
"বর্ণমালা সিমের সুবিধা"
***কল_চার্জ***
>অন-নেট ৩০ পয়সা/মিনিট(১০সেকেন্ড পালস)
>অফ-নেট ৬০ পয়সা/মিনিট (১০সেকেন্ড পালস)
ডাটা প্লান‬
>৫০০ এমবি – ৭০ টাকা
>১ জিবি – ১৩০ টাকা
>৫ জিবি – ৪০০ টাকা
(উভয় ক্ষেত্রেই ভ্যাট প্রযোজ্য)

"সিমটি কিনতে যা যা লাগবে"
> কলেজ বা বিশ্ববিদ্যালয়েরআইডি কার্ড এর ফটোকপি
> অভিভাবক এর ন্যাশনাল আইডি কার্ড এর
ফটোকপি এবং দুই কপি ছবি

 ***রেজিস্ট্রেশন এর সময়সীমা***
১/০২/১৫ থেকে ২৮/০২/১৫

***প্রাপ্তি স্থান বইমেলায় থাকা টেলিটক প্যাভিলিয়ন***
কিংবা সারা দেশের যেকোনো কাস্টমার কেয়ার থেকে এই বিশেষ সিমের জন্য রেজিস্ট্রেশন করা যাবে।পরবর্তীতে সিম সংগ্রহ করার তারিখ টেলিটকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। তবে বইমেলায় থাকা প্যাভিলিয়ন থেকে সিম সরাসরি সংগ্রহ করা যাবে।
ধন্যবাদ সবাইকে । আমাদের সাথে থাকুন পরবর্তী পোষ্ট নিয়ে আসছি টেলিটক জমায় আদর এর বিশেষ আকর্ষণ সহ

No comments: