Tuesday, December 30, 2014

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল দেখুন সবার আগে, সাথে পরীক্ষার্থীর সম্পূর্ণ তথ্য সহ।

আসসালামু‘আলায়কুম। সবাই কেমন আছেন? আপনাদের কে জানাচ্ছি শীতের উঞ্চ শুভেচ্ছা। আজ ৩০ডিসেম্বর প্রকাশিত হতে যাচ্ছে প্রাথমিক ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার  ফলাফল।অন লাইন এবং মোবাইল ফোন থেকে এস.এম.এস এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন। আমি আপনাদের সামনে দুটি পদ্ধতি হাজির করছি।
http://180.211.137.51:2014/
আমাদের অনেক ছোট ভাই বোন আছে পরীক্ষার্থী যাদের ফলাফল দেখার জন্য খুবই আগ্রহী। ফলাফল প্রকাশ করা হবে সরকার কর্তৃক সাইটটিতে। কিন্তু একই সাইটে সবাই রেজাল্ট দেখায় সাইটটি জেম হয়ে পড়ে। অবশেষে সারভার দেখা যায়না। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন একটি সাইট। নিম্মের সাইটে ফলাফলের সাথে পাবেন পরীক্ষার্থীর সকল তথ্য পরীক্ষার নাম,পিতার নাম, মাতার নাম, কেন্দ্রের নাম সহ ইত্যাদি সব দেখা যাবে। খানে  পরীক্ষার নাম নির্বাচন করুন, জেলার নাম, থানার নাম, ফলাফলে বছর এর রোল নং দিয়ে নিচে সাবমিট বটমেএ ক্লিক করলে ফলাফল চলে আসবে (সারভারে কোন ত্রুটি দেখা গেলে নিম্মের আরেকটি সাইটটি দেওয়া আছে ফলাফল দেখতে পারবেন। )


১।

আমরা সাধারণত এই সাইটটিতে ফলাফল দেখি।
এখানেও  পরীক্ষার নাম, জেলার নাম, থানার নাম, ফলাফলে বছর এর রোল নং নির্বাচন করে নিচে সাবমিট বটমে ক্লিক করলে ফলাফল চলে আসবে।
http://dperesult.teletalk.com.bd/dpe.php


এস.এম.এস পদ্ধতী

২। প্রাথমিক ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার  ফলাফল SMS এর মাধ্যমে জানতে  আপনার মোবাইলে মেসেস আপশনে গিয়ে টাইপ করুন-
প্রাথমিক==
DPE<space>Thana/Upazila Code Number<space>Roll Number<space>Send to 16222
উদাহারণ DPE 123 123456 পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে
ইবতেদায়ী ==
SMS Method To Get Ebtedayee Exam Result 2014:
EBT<space>Thana/Upazila Code Number<space>Roll Number<space>Send to 16222
উদাহারণ EBT 123 123456 পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে

 

সকল কৃতীছাত্র-ছাত্রীদের কে  MNSOFT বিডি এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন

Monday, December 29, 2014

JSC ও JDC পরীক্ষার রেজাল্ট দেখুন সবার আগে খুব সহজে ...

আসসালামু‘আলায়কুম, সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী ৩০ডিসেম্বর প্রকাশিত হতে যাচ্ছে JSC ও JDC পরীক্ষার ফলাফল। আমরা ফলালফ জানার জন্য বিভিন্ন দোকানে বা কারো কাছে গিয়ে মিনোতি করতে হয়। যদি নিয়মটা আপনার জানা থাকে তাহলে আপনি নিজেও ফলাফল জানতে পারবেন। আসুন যেভাবে JSC ও JDC পরীক্ষার ফলাফল জানবেন- 
পদ্ধতি ১ (অন-লাইন)
JSC ও JDC পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সরকারি নির্দিষ্ট একটি ওয়েভ সাইটে। এ একটি সাইটে সবাই ফলাফল দেখার কারণে সাইটটি জেম হয়ে পড়ে মাঝে মাঝে। আজ এখান থেকে সবাই ফলাফল জানতে পারবে। আপনিও এ ঠিকানা থেকে ফলাফল জেনে নিন। নিচে আপনার পরীক্ষার নাম, বোর্ড, পাসিং ইয়ার এবং আপনার পরীক্ষার রোল নং দিয়ে সর্ব নিম্মে Submit বোটাম এ ক্লিক করুন। এবং রেজাল্টটি প্রিন্ট করুন।
পদ্ধতি ২ (এস.এম.এস)
যাদের কাছে ইন্টারনেট সুবিধা নেই তারা এস.এম.এস এর মাধ্যমে রেজাল্ট জানতে পারবে। প্রথমে আপনার মোবাইল থেকে মেসেস আপশনে গিয়ে টাইপ করুন-
JSC/JDC <Space> First 3 letters of your Exam board <Space> Roll no <Space> Passing year And Send To 16222. 

উদাহারণ : JSC CHI 234543 2014 And Send To 16222
যেকোন নাম্বার থেকেSMS পাঠানো যাবে। 
 আমাদের সাথে থাকুন পিএসসি রেজাল্ট এর জন্য নিয়ে আসছি নতুন ঠিকানা যেখান থেকে পরীক্ষার্থীর নাম, পিতার,মাতার বিদ্যালয়ের নাম এবং ঠিকানা সহ রেজাল্ট দেখা যাবে। 
সবাইকে আবারো শুভেচ্ছা

Sunday, December 28, 2014

আপনার ব্লগে mnsoftbd মত Cool Drop Down Menu তৈরী করুন।


আসসালামু‘আলায়কুম. সবাইকে শীতের উঞ্চ শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যারা ব্লগে ভিজিট করে তাদের কম বেশী সবারই একটি ব্লগ সাইট আছে। আপনার ব্লগ সাইটের মেনু বারটি করে ফেলুন কলার ড্রপ ডাউন মেনু ঠিক mnsoftbd এর মেনু বারের মত। আসুন কাজ শুরু করি।
 

 www.blogger.com এর লিংকে গিয়ে আপনার ব্লগ সাইটটি ওপেন করুন।

 ব্লগ সাইটটি ওপেন হলে সেখান থেকে Template আপশনে যান ।Template থেকে আগে আপনার ব্লগটি ব্যাক আপন নিয়ে নিন। তারপর Edit HTML এ ক্লিক করুন। HTML ফরমেট আসবে। এবার Search বক্স এ </header> লিখে এন্টর চাপুন।</header> লেখাটি খোঁজে পেলে তার ঠিক নিচে নিম্মের কোডটি কপি করে পেষ্ট করুন। 

<div id='menubor'></div><center><ul id='menu'>
<li><a class='hmlink' href='#'>Home</a></li>
<li><a class='winlink' href='#'>Blogger Templates</a></li>
<li><a class='maclink' href='#'>Blogger Widgets</a></li>
<li><a class='andlink' href='#'>How To Tuts</a></li>
<li><a class='gamlink' href='#'>Privacy Policy</a></li>
<li><a class='seclink' href='#'>Guest Post</a></li>
<li><a class='linlink' href='#'>About</a></li>
</ul></center>
<style>
#menu li {               
 display: inline;               
 list-style: none;               
 padding: 0;           
 }                   

 #menu li a {                                 
 padding: 15px 20px 15px 20px;               
 text-decoration: none;               
  color:white;
  font-family: 'Noto Serif', serif;
-moz-box-shadow: inset 0 0 13px -2px #000;
-webkit-box-shadow: inset 0 0 13px -2px #000;
box-shadow: inset 0 0 13px -2px #000;
  font-size:18px;
  -webkit-border-bottom-right-radius: 10px;
-webkit-border-bottom-left-radius: 10px;
-moz-border-radius-bottomright: 10px;
-moz-border-radius-bottomleft: 10px;
border-bottom-right-radius: 10px;
border-bottom-left-radius: 10px;
  transition: padding-bottom .666s;
-webkit-transition: padding-bottom .666s;
-moz-transition: padding-bottom .666s;
-o-transition: padding-bottom .666s;
-ms-transition: padding-bottom .666s;
  
  
}
 #menu li a:hover {                                 

  padding-bottom:20px;
}
.hmlink{
  background:#24459A;
}
.winlink{
  background-color: rgba(9,173,217,1);
}
.maclink{
  background-color: rgba(108,109,112,1);
}
  .weblink{
    background:#EEEE00;
    color:black;
  }
.andlink{
  background-color: rgba(149,191,43,1);
}
.gamlink{
  background-color: rgba(212,2,43,1);
}
.seclink{
  background-color: rgba(0,158,62,1);
}
.linlink{
  background-color: rgb(123, 82, 138);
}
#menubor{
  border-top:1px solid black;
  margin-bottom:-1px;
}
  .header-outer{
    padding-bottom:20px;
  }
</style>

এখানে (এ কোডগুলো কপি করতে হবেনা যা উপরে দেওয়া আছে)
<li><a class='hmlink' href='#'>Home</a></li>
<li><a class='winlink' href='#'>Blogger Templates</a></li>
<li><a class='maclink' href='#'>Blogger Widgets</a></li>
<li><a class='andlink' href='#'>How To Tuts</a></li>
<li><a class='gamlink' href='#'>Privacy Policy</a></li>
<li><a class='seclink' href='#'>Guest Post</a></li>
<li><a class='linlink' href='#'>About</a></li> 

এ # চিহ্নটি তুলে আপনার ব্লগ লিংকটি দিন। সাথে নামও পরিবর্তন করতে পারবেন । এবার আপনার টেম্পলেটটি সংরক্ষণ করুন। এবং ব্লগে গিয়ে দেখুন আপনার মেনু বারটি ড্রপ ডাউন মেনু বারে রুপান্তর হয়ে গেছে।

ধন্যবাদ সাবাইকে আপনার মতামত আমাদের খুবই গুরুত্বপূর্ণ

বিকল্প পদ্ধতি দেখার জন্য ভিডিও টি দেখুন----------