সর্ প্রথম আপনার ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করুন। আমি এখানে আপনাদেরকে মজিলা ফায়ার বক্স দ্বারা দেখাচ্ছি।আপনার ইউচকৃত ব্রাউজারটি আপনি ওপেন করুন।
তারপর নিচের চিত্রের মত Tools> Add-ons এ ক্লিক করুন বা Ctrl+Shift+A চাপুন। আপনি যদি অন্য ব্রাউজার বা লেটেস্ট কোন ফায়ার বক্স ইউচ করেন তাহলে সে ব্রাউজারের মধ্য থেকে Add Extensions বা Add-ons লিখাটি খোঁজে বের করুন।
তারপর নিচের চিত্রের মত আসবে। এবার নিচের চিত্রের মত চার্জ বক্সএ লিখুন Flash video Downloader or Youtube Downloader লিখে ইন্টার চাপুন। দেখবেন নিচে অনেক ডাউনলোডার Extensions আপনার সামনে হাজির হবে। সেখান থেকে আপনার পছন্দের ডাউনলোডার Extensions এর পাশে Install নামে লিখাটিতে ক্লিক করুন। Install সম্পন্ন হলে আপনার ব্রাউজারক রিয়েস্টার করুন। তা না হলে install করা হলে কম্পিউটার রিয়েস্টার করুন।
এবার কাজ হয়েছে কিনা তা বুঝার জন্য ইউটিউব সাইটে যান বা এখানে ক্লিক করুন। তারপর নিচের চিত্রের মত দেখবেন ভিডিওটির নিচে ডাউনলোড নামে একটি বাটম আছে। এখন বাটমটিতে ক্লিক করে আপনার পছন্দের ফরমেট অনুযায়ী ভিডিও ডাউনলোড করতে পারেন।
ধন্যবাদ
নিয়মিত টিপস পেতে ব্লগের সাথে থাকুন
[বিঃদ্রঃ কারো যদি এ কাজ করতে সমস্যা বা না পারেন আমাকে কমেন্ট বক্সে অবহিত করতে পারেন, আপনার সামাধান দেয়ার চেস্টা করব]
ধন্যবাদ
আমার টিউন্স ব্লগের সাথে থাকুন
[বিঃদ্রঃ কারো যদি এ কাজ করতে সমস্যা বা না পারেন আমাকে কমেন্ট বক্সে অবহিত করতে পারেন, আপনার সামাধান দেয়ার চেস্টা করব]
No comments:
Post a Comment