Thank you for your Cooperation

Tuesday, October 22, 2013

এবার এন্ড্রয়েড মোবাইল ও আইপেড ইত্যাদির Too many patterns attempts! Lock নিজে ভেঙ্গে ফেলুন। (মেগা পোষ্ট)


পরম করুনাময় মহান আল্লাহর নামে শুরু করছি।
আসসালামু‘আলায়কুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভাল আছেন।অনেক দিন যাবত অসুস্থার কারণে পোষ্ট করা হয়নি। আপনাদের দোয়াতে আজ মোটামোটি ভাল আছি। আজ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ্ একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি। আমরা অনেকে এনড্রয়েট মোবাইলে বা টেব ইত্যাদি তে লক দিয়ে থাকি ।লক যদি একটু এদিক সেদিক হয় তাহলে পেটেন লক পড়ে যায়। তারপর দেরি না করে চলে যায় মোবাইল সার্ভিসিং এর দোকানে। আবার মেকানিক মামাকে ৪০০ থেকে ৫০০ টাকা সালামিও দিতে হয়। আজ থেকে সব বাদ। আপনি নিজে কাজটি করে ফেলুন। এবার কাজে চলুন।
Too many patterns attempts! Lock টি পড়লে নিচের ছবির মত দেখা যাবে।
 কাজ টি করার জন্য আপনাকে যা করতে হবে।
১। প্রথমে মোবাইলটি Off করুন।
২। এবার Vlo+ ও Power Button বোটাম এক সাথে চাপুন। তা কাজ না
হলে নিচের চিত্রের মত একসাথে {Vlo+} + {Power Button} + {Home Button} চেপেদরুন।

৩। এবার নিচের চিত্রের মত দেখতে পাবেন।
 ৪।  সেখান থেকে wipe data/factory reset এ আসুন। উপরে নিচে উঠা নামার জন্য আপনাকে Vol+ (উপরে) Vlo-(নিচে) ব্যবহার করতে হবে।wipe data/factory reset এসে Home Button বা Ok Button চাপুন।
 ৫। Home Button বা Ok Button চাপার পর নিচের চিত্রের মত আসবে। সেখান থেকে Yes—delete all user এ এসে Home Button বা Ok Button চাপুন।


৬। এবার নিচের চিত্রের মত `reboot system now’ তে এসে Home Button বা Ok Button চাপুন।


কিছুক্ষণ পর দেখবেন মোবাইল অটোমেটিক রিয়েস্টার নিয়েছে। তা হলে বুঝতে পারবেন কাজটি সফল হয়েছে। আর কোন চিন্তা নেই দেখবেন ‌আপনার লকটি ভেঙ্গে গেছে। কাজ শেষ।
====> আর কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট এ জানাবেন।
সবাই আমার জন্য একটু দোয়া করবেন।
পোষ্টি আমার দ্বারা এখানেও প্রকাশিত হয়েছে।

 সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি

No comments: