Thank you for your Cooperation

Saturday, July 20, 2013

ব্লগ এবং গুগুল আকাউট যেভাবে তৈরী করবেন ....নতুনদের জন্য (পর্ব ২)

আসসালামু‘আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় মহান আল্লাহর রহমতে ভাল আছেন। পৃথিবীতে ব্লগের সংখ্যা বৃদ্ধির সাথে ব্লগারের তুলনাও বৃদ্ধি পাচ্ছে।  জরিপে দেখা যায় প্রায় ৮৩ শতাংশ নিজ্ব ব্লগ ব্যবহার করে ব্লগাররা। আমার পোস্টটা যারা ব্লগ তৈরী করে ব্লগিং করতে ইচ্ছুক। এবং যারা জানেনা তাদের জন্য।
আজকের পোস্ট হল ব্লগ তৈরী করা। চলুন কাজ শুরু করি-
ব্লগ তৈরী করতে গেলে অবশ্যই একটি গুগুল আই.ডি দরকার। যা আমি প্রথম পোস্ট এ আই.ডি কিভাবে করবেন তা দেখিয়েছি। এখানে প্রথম পোস্ট। আজ হচ্ছে কিভাবে একটি নতুন ব্লগ তৈরী করবেন তা নিয়ে- চলুন..
প্রথম এখানে যান। নিচের চিত্রের মত দেখবেন। সে খানে ইউজার নেম এ আপনার আই.ডি ও পাসওয়ার্ডে এর ঘরে পাসওয়ার্ডে বসিয়ে সাইন ইন করুন।
সাইন ইন করা হলে নিচে চিত্রের মত দেখবেন।



সেখান থেকে ব্লগার প্রোফাইল এ ক্লিক করুন। তার পর নিচের চিত্রের মত দেখবেন।


সেখানে আপনার নাম বা ব্লগারের নাম টা লিখে নিচে ব্লগারে অবিরত রাখুন লিখাটিতে ক্লিক করুন। তার পর নিচের চিত্রের মত দেখা গেলে সেখান থেকে সেখান থেকে নতুন ব্লগ তৈরী করুন লিখাটিতে ক্লিক করুন।


এবার নিচের চিত্রের মত একটি পর্দা প্রদর্শিত হবে । চিত্র একটু লক্ষ করুন। শিরনাম, ঠিকানা এবং টেমপ্লেট সিলেক্ট করে ব্লগ তৈরী করুন নামে লিখাটিতে ক্লিক করুন । 



এখন আপনার ব্লগ তৈরী করা শেষ।
ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ,ধন্যবাদ,

No comments: