Tuesday, June 25, 2013

বিসিস ব্যাংক ইত্যাদি জবের প্রস্তুতির জন্য কম্পিউটার বিষয়ক প্রশ্নের উত্তর... ১০০% কাজে লাগবে।


আমরা কম বেশী সবাই কম্পিউটার জানি। কিন্তু কম্পিউটারের আরো অনেক ‍কিছু আছে তা আমাদের এখনো অজানা। যার কারণে কম্পিউটার বিয়য়ক পরীক্ষা এবং ভাইভাই পরীক্ষাতে মার্ক কমে যায়। তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতা মূলক প্রশ্নে অনেকে হেরে যায়। হতাশ হওয়ার কিছুই নেয়। পিডিএফ বইটিতে সংক্ষিপ্ত আকারে সকল প্রশ্নের উত্তর দেওয়া আছে । বইটি তে আছে কম্পিউটারের ইতিহাস, প্রয়োজনীয়তা, শ্রেণী বিভাগ, প্রজম্ম, ব্যবহার, ইন্টারনেট, ই-মেইল, ডোমেইন, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডোস.সিপিউ.বাইয়ুচ এর পূর্ণ নাম, কম্পিউটার ভাইরাস,নেটওয়্যার্ক, মাল্টিমিডিয়া, অপারেটিং সিস্টেম, ফার্মওয়্যার এবং সামাজিক যোগাযোগ সাইট  ইত্যাদি বিষয়ের উপর প্রশ্ন ও উত্তর রয়েছে। আর কথা না বাড়ীতে বইটি এখান থেকে ডাউনলোড করুন। নিজে জানুনু অন্যকে জানান। বিশ্বকে গড়ে তুলন নিজের বিকাশে।

No comments: