Thank you for your Cooperation

Monday, April 22, 2013

আপনার কম্পউটারে Error 0x0000007E নীল স্ক্রীন বন্ধ করুন।



আচ্ছালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আমাদের আনেকে কম্পিউটার ব্যবহার করে থাকি কম্পউটার ব্যবহার করার সময় মাঝে মাঝে বিরাট একটি সমস্যা দেখা দেয় তা হলError 0x0000007E নামে একটি নীল কালারের স্ক্রীন  

এইটি আসলে কম্পউটার রিস্টার্ট করা ছাড়া আর উপায় নাই আমরা অনেক সময় পিসিতে বড় হাই পাওয়ার কোন সফটওয়্যার গেম খেলর সময় নীল স্ক্রীন চলে আসে এর কারন হল সাধারনত ইন্টেল বেস কম্পিউটার SysPrep image তৈরি হলে এই সমস্যা দেখা দেয় এটি non-Intel এও হতে পারে যার কারনে registry entry পরিবর্তন হয়ে যায় চলুন এইটি বন্ধ করি
নিচে লক্ষ করুন
Computer Safe Mode অন করুন  তারপর Start ->Run ->Type করুন  REGEDIT -> Enter চাপুন
নিচের step গুলো দেখুন
HKEY_LOCAL_MACHINE
SYSTEM
CurrentControlSet
Services
Intelppm
  বার ডান পাশের কলাম থেকে START খুঁজে বেড় করুন  তার পর value / এর জায়গায়  value 4 করে দিন এবং ok করুন
এবার Registry Editor বন্ধ করে Computer Shut down দিন বা কম্পিউটার রিস্টার্ট দিন

No comments: