আমার আজকের পোষ্ট নতুন মিউজিক কম্পোজার, নতুন-পুরাতন এবং ভাবি গীটার /কীবোর্ড/হারমোনিয়াম/বাঁশি/বেহালা/ ড্রামস বাদকদের জন্য।
প্রায় প্রতিটি বাদ্যযন্ত্র বাদকেরই কাজে লাগবে এই সফটওয়্যার। তবে আজ আমি এখানে শুধু গীটার নিয়ে লিখব।> অনেকেরই খুব ইচ্ছে গীটার শিখবে। কেও কেও গীটার কিনেও ফেলে।
কিন্তু বিভিন্ন চাপে আর শেখা হয়ে উঠে না। কেও কেও কিছু দিন ওস্তাদের কাছে শিখে ,পরবর্তীতে আর শিখতে যায় না।
কিন্তু এরা সবাই চায় প্রোফেশনাল মিউজিশিয়ানদের মত গীটার বাঁজাতে। কোন ছোটখাটো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে।
আর বন্ধুদের সাথে আড্ডায় তো কোন কথাই নেই……
> সবাই জানে, গীটার বাজানো এত সোজা নয়। ওস্তাদেরা কোন গানের কাজ শেখায় না।
কিন্তু মন তো আর মানে না। পছন্দের গানের কাজগুলো পুরোপুরি আমার শিখতেই হবে, একদম নোট বাই নোট…
এমনটি যাদের ইচ্ছা, তারা এই সফটওয়্যার দিয়ে উপকৃত হবেন গ্যারান্টি।
যেভাবে যা করবেন :
> প্রথমে এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
> winrar দিয়ে ফাইলটি ওপেন করুন।
> GP5FULLBK.exe ফাইলটি ইন্সটল করে ফেলুন।
ইন্সটল করা খুবই সহজ, তাই এটা নিয়ে কিছু লিখলাম না।
ইন্সটল হয়ে গেলে সিরিয়াল কী দিয়ে রেজিস্টার করে, সফটওয়্যারটি রান করুন।
এই ছবিটির দিকে লক্ষ করুন:
ক্যাপশন যুক্ত করুন |
বাম পাশের গোলাপি রঙের মার্কে নতুন/পুরাণ GP ফাইল খোলা এবং সেগুলো সংরক্ষণ করার কাজে বেবহার হয়।
নীল মার্ক করা বাটন গুলো বিভিন্ন সেটিংস পরিবর্তনের জন্য ব্যাবহার হয়।
লাল মার্ক করা বাটন গুলো আঙ্গুল নির্দেশক ছক (ফিঙ্গারবোর্ড) দেখান/লুকানোর কাজে ব্যাবহার হয়। ( গিটারের জন্য সবুজটি এবং কীবোর্ড/হারমনিয়ামের জন্য কমলা নির্দেশক )
কাল মার্ক করা জায়গায় মিউজিকের নিজস্ব সাঙ্কেতিক ভাষা ( stuff note & tab ) লেখা থাকে।
বাদামী মার্ক করা বাটন গুলো ইমপোর্ট / কম্পোজ করা ফাইল প্লে/পজ/স্টেপ/নেক্সট ইত্যাদি কাজ করতে ব্যাবহার করা হয়।
এই ছবিটি দেখুন। আমি একটি GP ফাইল ইমপোর্ট করেছি।
সবুজ মার্কে ফিঙ্গারবোর্ড ও গানের নোটগুলো নির্দেশ করছে।
হলুদ মার্কে সংগীতের সাংকেতিক ভাষা (stuff & tab) লেখা।
নীল মার্কে ঐ ফাইলে বেবহৃত বাদ্যযন্ত্র গুলোর নাম ও সেটিংস নির্দেশ করছে। এখানে ১ নং Piano সিলেক্ট করেছি, তাই ফিঙ্গারবোর্ডে Piano এর নোট গুলো দেখাচ্ছে । যদি ২ নং এর উপর ক্লিক করি তাহলে গীটারের নোট গুলো নির্দেশ করবে।
ব্যাবহার করায় খুব একটা ঝামেলা নেই । তবুও আরও বিস্তারিত জানতে চাইলে এখানে ক্লিক করুন।
Guiter pro 5 ফাইলের সাইজ ১৬৭ মেগাবাইট। মেনুয়াল ডাউনলোড লিঙ্ক :
http://www.mediafire.com/download.php?tf3fb2pf7cbxqxb
যাদের এত বড় ফাইল ডাউনলোড করার ইচ্ছে নেই কিন্তু ব্যাবহার করার ইচ্ছা আছে, নিকটস্থ সফটওয়্যার CD/DVD এর দকান গুলোতে মাত্র ২৫ থেকে ৪০ টাকার মধ্যেই পেয়ে যাবেন।
এখানে ক্লিক করে আমার সংগ্রহীত কিছু GP ও MIDI ফাইল ডাউনলোড করে নিতে পারেন। মাত্র ২ মেগাবাইট।
এ পোস্ট টি আগে প্রচার হয়েছে এখানে
No comments:
Post a Comment