Monday, April 24, 2017

ব্লগস্পট ব্লগ কমিউনিটি অব বাংলাদেশ ( Blogspot Blog Community of Bangladesh )

ব্লগস্পট ব্লগ কমিউনিটি অব বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে আপনাকে অান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। ইতিমধ্যে অনেকে জানেন যে বাংলাদেশের সকল ব্লগার বা যারা ব্লগস্পট নিয়ে কাজ করছে তাদের সবাইকে নিয়ে
ব্লগস্পট ব্লগ কমিউনিটি অব বাংলাদেশ নামে একটি ফেসবুকে গ্রুপ খোলা হয়েছে। এ গ্রুপের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল বাংলাদেশ সহ যে সব দেশে মানুষেরা ব্লগস্পট নিয়ে কাজ করে তাদের সবাইকে একত্র করে একে অপরকে সাহায্য সহযোগিতা করা এবং বাংলাদেশ সহ সকল দেশে ব্লগস্পট ব্লগগুলো আরো এগিয়ে নিয়ে যাওয়া। 
আমাদের এ আয়োজনে আপনিও যোগ দিতে নিচের চিত্রে ক্লিক করে যোগ দিন।
https://web.facebook.com/groups/1229079270523663/?pnref=story


এ গ্রুপের এডমিন প্যানেলে আছে আমার সুপরিচিত মুখ:
১। মুরাদ বিন হোসেন (বাংলাদেশ) ২। মাওলানা পুটত্র (ইন্দেনেশিয়া) ৩। মোঃ আসলাম পারভেজ (ইন্ডিয়া) 
আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্ছ সহযোগিতা দিয়ে যেথে। 
আমরা সকলে একে অপরকে সহযোগিতা করলে এ বিষয়ে সকল সমাধান পাব বলে আশাবাদী।

No comments: