আসসালামু
আলাইকুম, আশা
করি ভাল আছেন।
আমি
আপনাদের কে দরুন একটি ক্রিকেট লাইভ স্কোর বোর্ড দেখার টিপস উপহার দেব। আমরা
ক্রিকেটের স্কোর দেখার জন্য বিভিন্ন ওয়েব সাইটে যেত হয়। আজ আমার পোস্ট কাজে লাগিয়ে
আপনার ব্লগে তৈরী করে নিন স্কোর বোর্ড। আপনার ব্লগ ওপেন করলে দর্শকরা ক্রিকেটের
লাইভ স্কোর দেখতে পারবে। আসুন কাজটি শেষ করি-সর্ব প্রথম আপনাকে যে কাজটি করতে হবে ড্যাশবোর্ড
থেকে
layout>>add gadget এ
যান । যা
নিচের চিত্রে দেওয়া আছে।
তারপর
সেখান থেকে html/javascript সিলেক্ট
করুন ।
একটি
খালি বক্স আসবে সেখানে নিম্মের কোডটি কপি
করে পেষ্ট করে দিন।
<script type="text/javascript"
src="http://cdn.widgetserver.com/syndication/subscriber/InsertWidget.js"></script><script
type="text/javascript">if (WIDGETBOX)
WIDGETBOX.renderWidget('0ca9b74f-ce9a-440c-a46c-953eef4c381c');</script>
<noscript>Get the <a
href="http://www.widgetbox.com/widget/cricket-live-score-bilayy">Live
Cricket Scores</a> widget and many other <a
href="http://www.widgetbox.com/">great free widgets</a> at
<a href="http://www.widgetbox.com">Widgetbox</a>! Not
seeing a widget? (<a href="http://support.widgetbox.com/">More
info</a>)</noscript>
সংরক্ষণ
বা সেইভ দিয়ে কাজ শেষ করুন। এবার ব্লগ
দেখুন।
আগামী
পোস্টে অন্য স্টাইলে লাইভ স্কোর বোর্ড দেওয়ার চেষ্টা করব।
সবাইকে
ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
No comments:
Post a Comment