আসসালামু‘আলায়কুম। আশা করি সবাই ভাল আছেন। আজকের পোষ্টি সফটওয়্যার বিষয় নিয়ে লিখলাম। এইটি শুধু মাত্র যারা বাংলা টাইপ কিংবা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। প্রযুক্তির ক্রমবিকাশের সাথে সাথে সফটওয়্যার গুলোর ও আপডেট ভার্সন চলে আসে। তাই ঠিক থেমে নেই বাংলা টাইপিং এর জন্য সুপরিচিত বাংলা সফটওয়্যার ‘বিজয় বায়ান্নো’। ‘বিজয় বায়ান্নো’ পুরাতন সফটওয়্যার গুলো আপডেট হওয়ার অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে না তাই ‘বিজয় বায়ান্নো’ আপডেট ভার্সনটি প্রয়োজন। ‘বিজয় বায়ান্নো’ আপডেট ভার্সন সকল উন্ডোজ কিংবা অপারেটিং সিস্টেমে সার্পোট করে ।
thank you so much with 5 star...
ReplyDeletedonot make any harm brother.
ReplyDeleteThanks
ReplyDeleteআসসালামু আলাইকুম। আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আমার মনে হয় আপনি একজন বাংলাদেশী। আমি নিজেও একজন বাংলাদেশী। আমি মনে করি যে আমার মনে হয় আপনি একটি ভুলের রাজ্যে আছেন। আপনি আপনার সাইটটিকে বাচান। কারণ আপনি বিজয় 52 সফটওয়্যার এর রিভিউ দেওয়ার কারণে হয়তো বা কিছু দিনের মধ্যে আপনার সাইটটি বাংলাদেশ থেকে ব্লক হয়ে যেতে পারে। আমিও আপনার মত একজন ব্লগার। আমার সাইটটি অনেক দিন ব্লক ছিল। কিন্তু কিছুদিন মধ্যে ব্লক থেকে মুক্তি পেয়েছে। তাই আমার মত আপনি দ্বিতীয়বার ভুল করবেন না। বিজয় বায়ান্ন সফটওয়্যার এর রিভিউ দিবেন, ভালো কথা কিন্তু এর সিরিয়াল নাম্বার শেয়ার করবেন না, যদি করে থাকেন বিজয় এর নজরে পড়লে আপনার সাইটটি হয়তো বাংলাদেশ থেকে ব্লক হয়ে যেতে পারে। আশা রাখি কথাটি মনে রাখবেন। একটু উপকার পেলে নিজের কাছে ভালো লাগে। ধন্যবাদ। আমার সাইট https://www.fileour.com/
ReplyDeleteআরো বিস্তারিত জানতে চাইলে মেইল করতে পারেন। আমার সাইটে গিয়ে কন্টাকট পেইজ এ।
activation code টা কি দেব বুঝছিনা। প্লিজ একটু হেল্প করুন।
ReplyDeleteCode ta koto dite Hobe??
ReplyDeleteActive code ta plz বলেন
ReplyDeleteThank you so much with 5 star
ReplyDeleteGreat i find it following Website of Software
ReplyDelete