Thank you for your Cooperation

Sunday, April 23, 2017

Grytics দিয়ে ফেসবুক মার্কেটিং। ফেসবুকের পেইজ এবং গ্রুপের Analytics সহ সকল তথ্য। (How to moderate & Analytics your Facebook groups with Grytics)

আসসালামু‘আলায়কুম। কেমন আছেন সবাই। আজ ফেসবুক মার্কেটিং নিয়ে পোষ্ট করলাম। Grytics সাইটের মাধ্যমে আমরা সহজে ফেসবুকের মার্কেটিং করতে পারব। যেমন আপনার ফেসবুকের পেইজ বা গ্রুপের প্রচার সহ এর যাবতীয় কার্যক্রমের তথ্য আপনাকে Grytics দিয়ে দিবে। 

আসুন Grytics আপনি যেভাবে কানেক্ট হবেন। 
তারপর নিচের চিত্রের মত Facebook লেখায় ক্লিক করে connect বটামে ক্লিক করুন।


 তারপর ফেসবুক পারমিশন খোঁজবে আপনি তা ওকে করুন। এবার নিচের চিত্রের মত দেখবেন আপনার ডাশবোর্ড ওপেন হয়েছে। ডাশবোর্ডে ডান পাশে উপরে একাউন্ট সেটিং এ ক্লিক করে আপনার একাউন্ট ডিটেইলস ঠিক করুন। তারপর বাম পাশের মেনু থেকে Load the groups I admin লেখায় ক্লিক করুন।
তারপর নিচের চিত্রের মত দেখা যাবে। এখানে আপনি যে সকল গ্রুপের এডমিন আছেন তা শো করবে। 
এবার আপনি যে গ্রুপটি এড করতে চায় সে গ্রুপের ADD THIS GROUP লেখায় ক্লিক করুন। এভাবে আপনি আপনার সবগুলো গ্রুপ এড করে নিতে পারবেন। 

এবার নিচের চিত্রের মত অপশন গুলো পূরণ করে GET THE LAST 30 DAYS OF ACTIVITY লেখায় ক্লিক করুন।


এবার আপনি আপনার ডাশবোর্ডে ক্লিক করুন । তারপর নিচের চিত্রের মত আপনার গ্রুপটি শো করবে। 


এবার নিচের চিত্রটি একটু লক্ষ্য করুন।এখান থেকে আপনি আপনার View all stats গুলো পাওয়ার পয়েন্ট, পিডিএপ এবং এক্সসেল ইত্যাদি ফরমেটে নিতে পারবেন। ও হ্যাঁ এখানে শুধুমাত্র ত্রিশদিনের দেখাবে।এবং আপনি চায়লে গ্রুপ ডিলেড ও করতে পারবে।

নিচের চিত্রের মত আপনি Publisher Tool ব্যবহার করে সরাসরি এখান থেকেও পোষ্ট করতে পারবেন।

এভাবে আপনি আপনার গ্রুপের রেটিং বাড়িয়ে নিন। মনে রাখবেন আপনার পোষ্ট রেটিং ঠিক রাখতে হবে নয়তো মেম্বার এড তেমন হবে না। 
 এ সম্পর্কে আরো বিভিন্ন পোষ্ট পেতে GRYTICS ব্লগে ভিজিট করুন।
পরবর্তী পোষ্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। 
 আপনাদের কোন প্রশ্ন বা কিছু জানার থাকলে কমেন্ট করুন। 
অথবা নিচের ছবিতে ক্লিক করে গ্রুপে পোষ্ট করুন।
https://web.facebook.com/groups/1229079270523663/?pnref=story


সবাইকে ধন্যবাদ।

No comments: