Thank you for your Cooperation

Saturday, April 23, 2016

অন-লাইন থেকে জাতীয় পরিচয়পত্র যে ভাবে নিবেন । (যারা নতুন ভোটার তাদের জন্য গুরুত্বপূর্ণ)

আসসালামু‘আলায়কুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের পোষ্টটি জাতীয় পরিচয়পত্র নিয়ে। আমরা যারা নতুন ভোটার হয়েছি এবং যাদের কাছে এখনো আইডি কার্ড হাতে আসেনি, যারা এখনো বায়োমেটিক রেজিঃ করতে পারেননি তাদের জন্য আজকের পোষ্ট।

আমরা যারা নতুন ভোটার হয়েছি কিন্তু আইডি কার্ড পাইনি তাদের আইডি কার্ড নির্বাচন কমিশন ওয়েভ সাইটে পিডিএফ সফট কপি রয়েছে। আপনার প্রয়োজনে তা ব্যবহার করতে পারবেন। আসুন যে ভাবে কাজটি করব-
সর্ব প্রথম https://services.nidw.gov.bd/voter_center এ ঠিকানায় যেথে হবে। তারপর নিম্মের চিত্র অনুযায়ী একটি পেইজ দেখতে পাবেন ।
এখান থেকে যেভাবে তথ্য সংগ্রহ করবেন-
১।খালি ঘরে আপনার ভোটার ফরমের সিল্প নম্বরটি দিন।
২। আপনার সঠিক জম্ম তারিখ দিন
৩। ক্যাপচাটি ভাল ভাবে সম্পূর্ণ মিল লেকে খালি বক্সে টাইপ করুন।
৪। এ তিনটি পূরণ হয়ে গেলে ‘ভোটার তথ্য দেখুন’ লেখায় ক্লিক করুন।
এবার নিম্মে আপনার ভোটার তথ্য গুলো দেখা যাবে।
ভোটার তথ্য থেকে আপনি আপনার এনআইডি নম্বরটি সংগ্রহণ করুন।

এন.আই.ডি নম্বর সংগ্রহ করা হলে https://services.nidw.gov.bd/registration এ ঠিকানায় ক্লিক করুন। তারপর নিচের চিত্র মত একটি পেইজ দেখা যাবে।এখান থেকে ‘রেজিষ্ট্রেশন ফরম পূরণ করতে চাই’ এ লেখায় ক্লিক করুন।

এবার  নিচের চিত্র মত একটি রেজিষ্ট্রেশন ফরম দেখতে পাবেন।
এ রেজিষ্ট্রেশন ফরমটি র্নিভূল এবং সঠিক ভাবে পূরণ করুন। মনে রাখবেন কোন তথ্য যদি ভূল দেওয়া থাকে তাহলে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ হবে না। তাই রেজিষ্ট্রেশন ফরমের প্রত্যেকটি অপশন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর ভেরিফিকেশনের জন্য অবশ্যই আপনার নিজের মোবাইল নম্বারটি ব্যবহার করুন।
ফরমটি সম্পূর্ণ ভাবে পূরণ হলে ক্যাপচাটি বসিয়ে নিম্মে ‘রেজিষ্ট্রেশন’ লেখায় ক্লিক করুন।


আপনার দেওয়া তথ্য সঠিক হলে রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে নিচের চিত্রের মত  দেখা যাবে।
এখানে আপনার দেওয়া মোবাইল নম্বারে একটি এক্টিভেট কোড যাবে। এ কোডটি বক্সে টাইপ করুন। তারপর রেজিষ্ট্রার লেখায় ক্লিক করুন।



এবার রেজিষ্ট্রেশন লগইন সম্পূর্ণ হলে https://services.nidw.gov.bd/login এ লিংকে ক্লিক করুন। তারপর নিচের চিত্রের মত দেখা যাবে । অথবা ওয়েভ সাইটের মেনু বার থেকে লগইন এ ক্লিক করুন।
এখানে আপনার সংগ্রহ করা এন.আই.ডি নম্বারটি টাইপ করুন। তারপর আপনার জম্ম তারিখ এবং পূর্বে  দেওয়া পাসওয়ার্ডটি টাইপ করুন। এবার লগইনের ভেরিফিকেশন কোড পাওয়ার জন্য আপনার সুবিধা অনুযায়ী মোবাইল অথবা ইমেইল সিলেক্ট করুন (ইমেলই সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই রেজিঃ সময় তা দিয়ে রাখতে হবে)। এবার ক্যাপচা টা টাইপ করে ‘সামনে’ লেখায় ক্লিক করুন।



এতক্ষণে আপনার মোবাইলে আরেকটি লগইন কোড চলে গেছে। নিচের চিত্রের মত আপনার  এন.আই.ডি নম্বার এবং লগইন কোডটি দিয়ে লগইন সম্পূর্ণ করুন। 



লগইন সম্পূর্ণ হলে নিচের চিত্রের মত দেখা যাবে। এখানে প্রথমত আপনার বেসিক তথ্যটি দেখতে পাবেন। এবার আপনার জাতীয় পরিচয় পত্রের সফট কপি পাওয়ার জন্য উপরে মেনু বারে ‘পরিচয় বিবরণী’ লেখায় ক্লিক করুন।।



পরিচয় বিবরণী তে ক্লিক করলে নিচের চিত্রের মত আপনার এন.আই.ডি কার্ডের সফট কপি পিডিএফ এ দেখা যাবে।
এবার আপনার প্রয়োজনে ফাইলটি সংগ্রহ করে রাখতে পারেন বা প্রিন্ট করতে পারেন।



তাছাড়া আপনার এ ইউচার আই.ডি ব্যবহার করে আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের কোন তথ্য ভূল হয়ে থাকলে তা সংশোধন করতেও পারবেন।

[বিঃদ্রঃ  প্রয়োজনে নিজের আই.ডি ব্যবহার করব। অন্যের আই.ডি ব্যবহার বা রেজিঃ করা থেকে দূরে থাকুন, করিলে আইনত অপরাধ ]

আমার মতামত-
পোষ্টটি আপনার উপকারে আসলে অন্যদেরকেও জানিয়ে দিবেন। যে তারা নিজের প্রয়োজন সম্পূর্ করতে পারে।
]
আপনাকে আবারো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানে শেষ করলাম।

আল্লাহ হাফেজ

No comments: