Thank you for your Cooperation

Thursday, February 5, 2015

জাতীয় আয়করের জন্য ই-টিআইএন (E-TIN) যেভাবে রেজিস্টার করবেন ভিডিও সহ (মেগা টিউন্স)

 
আসসালামু‘আলাইকুম। সবাই কেমন আছেন। আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ পোষ্ট শেয়ার করছি বলে আমি মনে করি। আপনারা খুব মনোযোগ সহকারে টিউন্সটি পড়ুন। টিউন্স পড়ার আগে দয়াকরে ভিডিওটি ডাউনলোড করুন। এই ভিডিও চিত্রটিতে E-TIN কে, কিভাবে আসছে, কেন করতে হবে ইত্যাদি ইত্যাদি যাতীয় সব তথ্য বিস্তারিত বলা আছে বিধায় আমি পোষ্ট এ লেখা বাড়ালাম না। সবাই ভিডিওটি ডাউলোড করলে E-TIN রেজিস্টার শুরু করতে পারবেন।



E-TIN টি যে ভাবে রেজিস্টার করবেন। সর্বপ্রথম http://secure.incometax.gov.bd/TINHome এই ওয়েভ সাইটে ক্লিক করুন। তারপর নিচের চিত্রের মত দেখাবে।

এখান থেকে Register বটামে ক্লিক করুন। তারপর নিচের চিত্রের মত দেখাবে।
ফরমটি সঠিকভাবে পূরণ করে সর্বনিম্মে যে Register লেখাটি আছে সেখানে ক্লিক করুন। আপনার দেওয়া মোবাইল নাম্বারটিতে একটি কোড আসবে

  নিচের চিত্রের মত আসবে সেখানে আপনার মোবাইল ফোনে প্রেরিত কোডটি লিখে আপার একাউট এক্টিব করুন। তারপর নিচের চিত্রের মত দেখা যাবে। তারপর বাকি অংশগুলো পিডিএফ ফাইলটি ডাউনলোড করে জেনে নিন। 

সংগ্রহে:ই-টিন রেজিষ্ট্রশন ওয়েভ সাইট। 
সবাইকে ধন্যবাদ  









No comments: