Thank you for your Cooperation

Wednesday, May 15, 2013

ব্লগে দারুন একটা ফেসবুক লাইক বক্স যুক্ত করুন খুব সহজে



বন্ধুরা আজ মজার একটা পোষ্ট করলাম। আসা করি আপনাদের ভাল লাগবে। আজকের আমার পোষ্টা হল ব্লগের মধ্যে ফেসবুক লাইক বক্স যুক্ত করা। পৃথীবিতে ফেসবুক এর সংখ্যা অধিক হারে বেড়ে চলেছে। তাই আপনার ব্লগে একটি ফেসবুক লাইক বক্স যুক্ত করে আপনার ব্লগকে ফেসবুকের সাথে যুক্ত করুন। কথা আর না বাড়িয়ে চলুন কাজ শুরু করি।.......


শুরুতে আপনার ব্লগে Layout এ গিয়ে
Gadget কিল্ক করে HTML/JavaScript টি সিলেক্ট করুন । তারপর নিম্ম কোডটি কপি করে HTML/JavaScript বক্স এ পেষ্ট করে দিন।

<iframe src="//www.facebook.com/plugins/likebox.php?href=http://www.facebook.com/HathazariComputerInstitute&amp;width=300&amp;height=248&amp;colorscheme=light&amp;show_faces=true&amp;border_color&amp;stream=false&amp;header=false&amp;" style="border:none; overflow:hidden; width:300px; height:248px;" ></iframe>

এবার HathazariComputerInstitute লিখার পরিবর্তে আপনার ফেসবুক পেইজটির নাম লিখুন। চাইলে এর আকার আকৃতি বড় ছোট করতে পারবেন। এবার সেইভ করুন। এবং ব্লগ দেখুন......

আমার জন্য দোয়া করবেন।
ধন্যবাদ সবাইকে

No comments: